নিজস্ব প্রতিবেদক:রাজশাহীর দুর্গাপুর উপজেলার দুটি কেন্দ্রে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ভোট দেয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
প্রাথমিক তথ্য অনুযায়ী উপজেলার গোপালপুরের একটি কেন্দ্রে চেয়ারম্যান প্রার্থী শরিফ ও মজিদ সরদারের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
এতে গোপালপুরে অন্তত ১০ জন এবং পানানগর কেন্দ্রে একজন আহত হয়েছেন। আর গুরুত্বর আহত হয়েছে ৫জন। তারা কে কোন দলের সমর্থক তা নিশ্চিত হওয়া যায়নি।
গুরুত্বর আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।