দুর্গাপুর (রাজশাহী): মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রি করায় দুর্গাপুর মেডিকেল মড়ে চারটি ৪ ফার্মেসিতে ভ্রাম্যমান আদালত ১১ হাজার টাকা জরিমানা করেছে। স্থানীয় প্রশাসনের অভিযানকালে ওই দোকান থেকে বিপুল পরিমাণ মেয়াদ উত্তীর্ণ ঔষধ উদ্ধার করা হয়, যা জনস্বাস্থ্য নিরাপত্তার জন্য বিপজ্জনক বলে মনে করা হচ্ছে।
আজ, ৫ জানুয়ারি ২০২৫, দুর্গাপুরে উপজেলা ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করেন উপজেলার সহকারি কমিশনার( ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্র্রেট সুমন চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন ঔষধ প্রশাসনের পক্ষে রাজশাহী দপ্তরের তত্ত্বাবধায়ক শরিফুল ইসলাম। বাজারের মেডিকেল মোড়ে শেলী ফার্মেসী-৩০০০, বিসমিল্লাহ ফার্মেসি- ৩০০০ , নিয়ন ফার্মেসী- ৩০০০ প্রফেসর ফার্মেসী- ২০০০, চারটি ঔষুধের দোকানে মেয়াদোত্তীর্ণ ঔষধ ও বিনামূল্যের (সিম্পল) পাওয়া যায়। অভিযানের নেতৃত্ব দেওয়া এক্সিকিউটিভ ম্যাজিস্ট্র্রেট ও সহকারী কমিশনার ভূমি, ফার্মেসী চারটিতে ১১ হাজার টাকার অর্থদণ্ড দেন।
এসময়, দোকান থেকে উদ্ধার করা হয় বেশ কিছু ঔষধ যার মেয়াদ বেশ আগেই শেষ হয়ে গেছে। এসব ঔষধের মধ্যে বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক, পেইন কিলার, সর্দি-কাশির ঔষধ এবং ভিটামিন ট্যাবলেট ছিল। স্থানীয় জনগণের অভিযোগ ছিল যে, এসব ঔষধ নিয়মিতভাবে বিক্রি করা হচ্ছিল, যা মানুষের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ।
স্থানীয় এক নারী, বলেন, “আমরা তো সাধারণ মানুষ, এসব ব্যাপারে সচেতন না। কিন্তু এমন ঘটনা ঘটার পর আমরা আরও সতর্ক থাকব।”