1. mahadihasaninc@gmail.com : admin :
  2. hossenmuktar26@gmail.com : Muktar hammed : Muktar hammed
দুর্গাপুরে প্রতিপক্ষের হামলায় তছনছ পানবরজ, ব্যাপক ক্ষয়ক্ষতি - dailybanglarpotro
  • December 12, 2024, 1:22 am

শিরোনামঃ
আলু-পেঁয়াজের মূল্যবৃদ্ধি ও খোলা তেল বিক্রির প্রতিবাদে ক্যাবের উদ্যোগে ময়মনসিংহে মানববন্ধন ও র‍্যালি এবং ডিসির মাধ্যমে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরাবর স্মারকলিপি ভালুকায় বিরোধপূর্ণ জমির ধান বিক্রির অভিযোগ তানোরে জোরপূর্বক এসটিডব্লিউ স্কিমে সেচের প্রতিবাদ করায় প্রাণ সংশয়ে মালিক জাতীয় সাংবাদিক সংস্থা তানোর উপজেলা শাখার শুভ উদ্বোধন রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানায় জগিং ট্র্যাকের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপন প্রকল্পের নির্মাণ কাজের উদ্বোধন বাংলাদেশ অনলাইন মিডিয়া অ্যাসোসিয়েশন (BOMA)’র নতুন সাংগঠনিক সম্পাদক নাজমা সুলতানা নীলা রাজশাহীর দূর্গাপুরে সরকারি জলাশয় দখলের অভিযোগ বাঘায় গলাকাটা মরদেহ উদ্ধার করেন পুলিশ  জুলাই গণঅভ্যুত্থানে আহত সদস্যদের পুনর্বাসন চাইলেন জামায়াত নেতাঃ-লিটন

দুর্গাপুরে প্রতিপক্ষের হামলায় তছনছ পানবরজ, ব্যাপক ক্ষয়ক্ষতি

  • Update Time : Monday, August 7, 2023
  • 250 Time View

 দুর্গাপুর প্রতিনিধি: দুর্গাপুরে জমি নিয়ে দ্বন্দ্বের জেরধরে একটি পানবরজে হামলা অভিযোগ উঠছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এতে বরজের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গত রোববার সন্ধ্যায় উপজেলার গোপালপুর সোনালপাড়ায় গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী পানবরজের মালিক ফেরদৌস আলী এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। গতকাল সোমবার ক্ষতিগ্রস্ত পানবরজ পরিদর্শন করেছে থানার পুলিশ। থানায় দায়ের করা লিখিত অভিযোগে জানা যায়, ৩৫ বছর ধরে গোপালপুর সোনালপাড়া এলাকায় ১৬ শতাংশ জায়গা ভোগদখল করে আসছিলেন একই গ্রামের ফেরদৌস। বর্তমানে ওই জমিতে পানবরজ রয়েছে। হঠাৎ করে ওই পানবরজে পাশের শিবপুর গ্রামের সেলিম উদ্দিন নামের এক ব্যক্তি তাঁর কিছু অংশ রয়েছে বলে দাবি করেন। এ নিয়ে গ্রামে একাধিক বার সালিশ বৈঠকে রায় প্রদান করা হয়েছে। কিন্তু গ্রাম্য সালিশের সেই রায় মানেন নি সেলিম। গত রোববার সন্ধ্যা ৭ টার দিকে সেলিম ও তাঁর চাচাতো ভাই কামাল, জামাল ও চাচা সোবাহান এবং রমজান সহ দলবল সঙ্গে নিয়ে দেশীয় অস্ত্র হাসুয়া, কুড়াল নিয়ে পানবরজে হামলা চালায়। এ সময় পানবরজ কুপিয়ে পানগাছ, লগড় ও ওয়াশি বাঁশ তছনছ করে দেয়। ঘটনায় ভুক্তভোগী ফেরদৌসের প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করেছেন। ভুক্তভোগী ফেরদৌস বলেন, তাঁর পুরো বরজে পানে ভর্তি ছিল। লোন ও দেনা করে পানবরজটি গড়ে তুলেছেন। কিন্তু হঠাৎ করে প্রতিপক্ষের লোকেরা হামলা চালিয়ে তাঁর পানবরজটি একেবারে তছনছ করে দিয়েছেন। এতে তাঁর ১০লাখ টাকার মত ক্ষতি হয়েছে বলে দাবি করেন। তিনি আরও বলেন, ৩৫ বছরধরে শ্বশুরের দেওয়া জমিটি ভোগদখল করে খাচ্ছিলাম। হঠাৎ পাশের গ্রামের সেলিম নামের এক ব্যক্তি সেই জমিতে তাঁর অংশ রয়েছে বলে দাবি করেন। এ নিয়ে গ্রামে একাধিকবার সালিশ হয়েছে। কিন্তু গ্রাম্য সালিশের সেই রায় তিনি মানেন নি। উল্টো পানবরজে হামলা করে বরজটি লন্ডভন্ড করে দিয়েছে। এ বিষয়ে জানতে শিবপুর গ্রামের সেলিম উদ্দিনের মোবাইল ফোনে কল করা হলে তিনি সাংবাদিক পরিচয় পেয়ে কলটি কেটে দেন। জানতে চাইলে দুর্গাপুর থানার উপপরিদর্শক (এসআই) বিজয় বলেন, অভিযোগের ভিত্তিতে ক্ষতিগ্রস্ত পানবরজ পদির্শন করেছি। বরজের পানগাছ, লগড় ও ওয়াশি উপড়ে ফেলা হয়েছে। কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এখনই বলা যাচ্ছে না। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category