সালমান খান, কেরানীগঞ্জ: একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী ঘরানায় বারবার একটি চমকের কথাই আসছে। কি সেই চমক? জনমনে নানা জল্পনা। দলীয় হাইকমান্ডের কয়েকটি সূত্রের সঙ্গে কথা বলে জানা গেছে, এই চমকের নাম তারুণ্য। এবারের জাতীয় নির্বাচনে তরুণদের টার্গেট করেই এগোচ্ছে দলের নির্বাচনী পরিকল্পনা।
বিশেষ করে সাধারণ ভোটারদের কাছে গ্রহণযোগ্য এমন তরুণ প্রার্থীদের বিশেষভাবে প্রাধান্য দেওয়ার চিন্তা চলছে। দলীয় অভ্যন্তরীণ আলোচনায় আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বারবার তরুণ নেতাদের প্রতি গুরুত্ব দিয়ে বক্তব্য রেখেছেন। সরকারকে সত্যিকারের ডিজিটাল ও স্মার্ট কাঠামোর ভেতরে আনতেই বঙ্গবন্ধুকন্যার এমন মানসিকতা। দলীয় হাইকমান্ডে যখন তরুণ নেতাদের ওপর ভরসা নিয়ে আলোচনা চলছে, ঢাকার এই উপকণ্ঠে ভীষণ আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন।
কামরাঙ্গীরচর, সাভার ও কেরানীগঞ্জের কয়েকটি ইউনিয়ন নিয়ে গঠিত ঢাকা-২ আসনের আনাচে-কানাচে চষে বেড়ানো এই নেতা দীর্ঘদিন ধরেই নেতাকর্মী ও সাধারণ মানুষের মন জয় করার চেষ্টা করে যাচ্ছেন। পরপর দুইবার দেশসেরা উপজেলা চেয়ারম্যান হিসেবে স্বীকৃতি পাওয়া এই নেতাকে ঘিরে তৃণমূলেও উচ্ছ্বাসের কমতি নেই।
ঢাকা-২ আসনের বর্তমান সংসদ সদস্য খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। কিন্তু বিভিন্ন কারণে দলে কোণঠাসা হয়ে পড়েছেন প্রবীণ এই রাজনীতিবিদ।
আগামী নির্বাচনে মনোনয়নের পাশাপাশি দলের মধ্যেই চ্যালেঞ্জের মুখে তিনি। কামরুল ইসলামের কোণঠাসা পরিস্থিতি এবং তরুণদের নিয়েই আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগ্রহ বেশি থাকায় ইতিবাচক সম্ভাবনা সৃষ্টি হয় শাহীন আহমেদকে ঘিরে। এ ছাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে পরপর দু’বার দেশসেরা হওয়ায় নেতাকর্মীদের মাঝেও প্রিয়। সবমিলিয়ে ঢাকা-২ আসনে ক্ষমতাসীন আওয়ামী লীগের টিকিট পাওয়ার দৌঁড়ে তাঁর সম্ভাবনা দেখতে পাচ্ছেন আওয়ামী লীগের নেতাকর্মী এবং সাধারণ মানুষ।
মাঝে আসন পুনর্বিন্যাসের কবলে পড়ে ঢাকা-২ আসন হঠাৎ হারিয়ে যাওয়ায় সাভারের আমিনবাজার থেকে শুরু করে কামরাঙ্গীরচর ও কেরানীগঞ্জের বড় একটি অংশের মানুষের মাথায় ভর করেছিলো দুশ্চিন্তার মেঘ।
অল্প কিছুদিনের ব্যবধানে আবারও সেই আসন ফিরে পাওয়ায় যেন প্রাণের সঞ্চার ফিরেছে। নতুন উদ্যমে বাড়তি উৎসাহে এখন বইছে ভোটের হাওয়া।
একাদশ জাতীয় সংসদ নির্বাচন একেবারেই সন্নিকটে। সংবিধান অনুযায়ী, আগামী ডিসেম্বরের শেষ বা জানুয়ারির শুরুতে এ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। সে অনুযায়ী জোর প্রস্তুতি নির্বাচন কমিশনেও। অক্টোবরে নির্বাচনের তফসিল ঘোষণা হবে বলে ইতোমধ্যে কমিশন থেকে জানানো হয়েছে।এদিকে, কমিশনের প্রস্তুতির চাইতেও বড় তোড়জোড় সম্ভাব্য প্রার্থীদের। শহর থেকে তৃণমূলেই এখন বেশি সময় কাটাচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলের সম্ভাব্য প্রার্থীরা।
খোঁজ নিয়ে জানা গেছে, শাহীন আহমেদ কেরানীগঞ্জ আওয়ামী লীগের তৃণমূলকে দীর্ঘদিন ধরেই এক ছাতার নিচে একত্রিত করে দলের সাংগঠনিক কর্মকা-ে নেতৃত্ব দিচ্ছেন। একপর্র্যায়ে তিনি কামরাঙ্গীর চর ও সাভারের ভাকুর্তা, তেতুলঝড়া ও আমিনবাজার এলাকার সুবিধাবঞ্চিত এলাকাগুলোতে ঘুরে ঘুরে উন্নয়নমূলক কাজ শুরু করেন। এসব এলাকার অবহেলিত ত্যাগী ও দলের প্রতি নিবেদিতপ্রাণ নেতাকর্মীদের সংগঠিত করেন। কেবল ঢাকা-২ নয়, পুরো কেরানীগঞ্জজুড়েই বিভিন্ন সময়ে দলীয়, সামাজিক এবং ধর্মীয় অনুষ্ঠানের পোস্টার ব্যানারে শুধু শাহীন আহমেদকেই দেখা গেছে। এ ছাড়া সহযোগী ও ভ্রাতৃ-প্রতীম দলের বিভিন্ন অনুষ্ঠানেও তার সরব উপস্থিতি রয়েছে। ফলে সাধারণ মানুষের কাছে ব্যাপক জনপ্রিয়তা নিয়ে কাজ করে যাচ্ছেন শাহীন আহমেদ।