স্টাফ রিপোর্টারঃ আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলকে সুসংগঠিত করার লক্ষ্যে ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার বালিপাড়া ইউনিয়নে জাতীয় পার্টির বর্ধিত সভা অনুষ্ঠিত গতকাল ৩/৮/২০২৩ বৃহস্পতিবার সম্পন্ন হয়েছে। বর্ধিত সভা শেষে জাতীয় পার্টির শাসন আমলের উন্নয়নমূলক কার্যক্রমের লিফলেট বিতরন করে আগামী নির্বাচনে লাঙ্গল প্রতীকের পক্ষে চেয়েছেন। বৃহস্পতিবার বিকেলে স্থানীয় আউলিয়ার নগর সিনিয়র আলিম মাদ্রাসা প্রাঙ্গনে এই সভা অনুষ্ঠিত হয়।
ডাঃ গোলাম মোস্তফা কামালের সভাপতিত্বে ও গোলাম মোস্তফার সঞ্চালনায়
প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুর রউফ চেয়ারম্যান।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ত্রিশাল উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার (তপন)।
বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাতীয় পার্টি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য দেলোয়ার হোসেন কামাল ও জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ শরীফ উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির যুগ্ন সাধারণ সম্পাদক আনিসুর রহমান জাহাঙ্গীর,জাতীয় ওলামা পার্টির সভাপতি মাওলানা তাফাজ্জল হোসেন,জাতীয় যুব সংহতির সদস্য সচিব উজ্জ্বল মিয়া, জাতীয় ছাত্র সমাজের আহবায়ক আল মাসুম রায়হান, সদস্য সচিব তারিকুল ইসলাম তারেক,জাতীয় তরুণ পার্টির আহবায়ক এম এ রশিদ সরকার,শহিদুল হক,বুলবুল আহমেদ, গিয়াস উদ্দিন ফকির, আবির হাসান আহাদ প্রমুখ।