মো: মিজানুর রহমান মিন্টু স্টাফ রিপোর্টার:পঞ্চগড় জেলার তেতুলিয়ায় ২০০ পিচ ইয়াবা সহ মাদক কারবারী মোঃশানজিদ(৩০)নামে এক কারবারীকে আটক করেছে পুলিশ।
২৯ আগষ্ট মঙ্গলবার রাত ৭ টায়
তেতুলিয়ার তিরনই হাট ইউনিয়নের দগর বাড়ি এলাকায় থেকে এ মাদক কারবারীকে আটক করা হয়।তিনি তেতুলিয়ায় উপজেলার ২নং তিরনই হাট ইউনিয়নের দগর বাড়ি গ্রামের বাসিন্দা মোঃ ইউসুব আলীর পুত্র।
তেতুলিয়ায় মডেল থানার পুলিশের বিশেষ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অভিযানে রাত ৭ টায় তেতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী দিকনির্দেশনায় পুলিশের এস আই তপন কুমার রায় এর নেতৃত্বে , এস আই জাহিদুল ইসলাম, এএস আই ওমর ফারুক,
সঙ্গীয় কনস্টেবল মো: তাহমিনুর, শান্ত রায়, মো: ফরিদুল ইসলাম, মো:শামসুদ্দিন ড্রাই কং মো: রবিউল ইসলাম মো: শাহাজিদ হোসেন,
পরে পুলিশ তিরনই হাট ইউপির দগর বাড়ি গ্রাম থেকে মাদক কারবারী শানজিদকে পুলিশ হাতে নাতে আটকে সক্ষম হয়েছে।
সে সময়ে মাদক কারবারীর দেহ তল্লাশী করে ২০০ শত পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ধৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন চলছে।