স্টাফ রিপোর্টার:তেতুলিয়ায় দীর্ঘদিন ধরে শূন্য উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) এ পদ টি। এসিল্যান্ডের পদটি শুন্য হওয়ার কারনে ভুমি অফিসের সরকারী কাজ কর্ম ব্যাহত হচ্ছে। অপর দিকে ফাইলপত্র পড়ে স্তুপ হয়ে আছে।
এসিল্যান্ডের পদ শুন্য থাকায় এতে অতিরিক্ত দায়িত্ব পালন করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহাগ চন্দ্র সাহা, তবে নিজ পদের কাজসহ
কর্মব্যস্ততায় ভূমি অফিসের কাজ করতে হিমশিম খেতে হচ্ছে। সারা দিন উপজেলা নির্বাহী দায়িত্ব পালন করতে সময় শেষ হয়ে যায়। ফলে জমিজমাসংক্রান্ত সেবাগ্রহীতাদের দুর্ভোগ চরমে পৌঁছেছে।সেবা পাচ্ছে না জনগন।
সরজমিনে গিয়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে তার কার্যালয়ে পাওয়া যায় নি এবং কি একজন সেবা গ্রহীতার কাছে জানতে চাইলে তিনি আমাদের চ্যানেল ইউরোপকে জানান তিনি দুই তিন ঘণ্টা থেকে অপেক্ষা করতেছেন কিন্তু স্যার নেই।
এসিল্যান্ড দপ্তর সূত্রে জানা যায়, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করতেন শেখ জাবের আহম্মেত তিনি
পদোন্নতি পেয়ে অন্যত্র বদলি হয়ে চলে যান ।
যাহার কারনে এসিল্যান্ডের পদটি শূন্য হওয়ায় বন্ধ হয়ে গেছে জমিজমার নামজারি, খারিজ, ভিপি, মিসকেইসসহ ভূমিসংক্রান্ত সব কর্মকাণ্ড। অনেকটা অলস সময় কাটছে ভূমি অফিসের তশিলদারসহ, কর্মচারীদেরও।
নাম প্রকাশ না করার শর্তে আমাদের চ্যানেল ইউরোপকে উপজেলা ভূমি অফিসের একজন কর্মচারী বলেন, এ পর্যন্ত জমিজমা খারিজের জন্য ৫শ’র বেশি আবেদন জমা পড়েছে। মিসকেইসের আবেদন পড়েছে ১২৯ টি। কিন্তু এসিল্যান্ড স্যার ছাড়া এ কাজগুলো করা সম্ভব না। দীর্ঘদিন থেকে এসিল্যান্ড পদটি শূন্য থাকায় সেবাগ্রহীতাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)সোহাগ চন্দ্র সাহা ফোন করা হলে তিনি ফোনটি রিসিভ করেননি।