1. mahadihasaninc@gmail.com : admin :
  2. hossenmuktar26@gmail.com : Muktar hammed : Muktar hammed
তেঁতুলিয়া প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন আহ্বায়ক জাবেদ যুগ্ম আহ্বায়ক শাকিল - dailybanglarpotro
  • November 8, 2024, 5:05 am

শিরোনামঃ
রাজশাহীতে অনার্স পড়ুয়া শিক্ষার্থীর বাঁচার আকুতি জাতীয় সাংবাদিক সংস্থার রাজশাহী বিভাগীয় পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি গঠন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আমানুল্লাকে হত্যার হুমকির প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন বাঘায় বিএনপির র‍্যালী ও আলোচনা সভা মিস্ত্রির হুমকিতে বাড়িওয়ালার সংবাদ সম্মেলন আরসিসিআই’র আয়োজনে সচেনতামূলক সেমিনার অনুষ্ঠিত শার্শায় সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম স্মরনে গাছের চারা বিতরণ  গাজীপুরে আইন ও সালিশ কেন্দ্রের এক্সপোজার ভিজিট সম্পন্ন রাউজান প্রেসক্লাবের দ্বি বার্ষিক নির্বাচন: সভাপতি বেলাল উদ্দীন, সম্পাদক নেজাম উদ্দিন রানা ক্লাস ফাঁকি দিয়ে পদ্মা পাড়ে আড্ডা,৯ শিক্ষার্থী আটক

তেঁতুলিয়া প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন আহ্বায়ক জাবেদ যুগ্ম আহ্বায়ক শাকিল

  • Update Time : Thursday, September 19, 2024
  • 27 Time View

মোঃ মিজানুর রহমান মিন্টু পঞ্চগড় জেলা প্রতিনিধি :

পঞ্চগড়ের তেঁতুলিয়ার সাংবাদিকদের সংগঠন তেঁতুলিয়া প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠিত হয়েছে। দৈনিক ভোরের কাগজের প্রতিনিধি জাবেদুর রহমান জাবেদকে আহবায়ক ও দৈনিক মানবজমিনের প্রতিনিধি আতিকুজ্জামান শাকিলকে যুগ্ম আহবায়ক করে ৬ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাতে প্রেস ক্লাবটির নতুন আহবায়ক কমিটি ঘোষণা করা হয়। ক্লাবের আহবায়ক কমিটির অপর সদস্যরা হলেন দৈনিক ইনকিলাবের আবু তাহের আনসারী, ডেইলী অবজারভারের এসকে দোয়েল ও চ্যানেল এস’র আহসান হাবিব।

এর আগে গত ১৪ সেপ্টেম্বর শনিবার দুপুরে তেঁতুলিয়া চৌরাস্তা বাজারস্থ বাংলা হোটেলের দ্বিতীয় তলায় তেঁতুলিয়া প্রেস ক্লাবের সভাপতি সোহরাব আলীর সভাপতিত্বে সাধারন সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন তেঁতুলিয়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমান, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, সিনিয়র সহ-সভাপতি আবু তাহের আনসারী, জাবেদুর রহমান জাবেদ, এম এ বাসেত, আতিকুজ্জামান শাকিল, হাফিজুর রহমান হাবিব, এসকে দোয়েল, রনি মিয়াজী, আহসান হাবীব, মোবারক হোসেন, জুলহাস উদ্দিন, আল আমিন, তরিকুল ইসলাম, রবিউল ইসলাম রতনসহ ইলেকট্রনিক প্রিন্ট ও অনলাইন সাংবাদিকবৃন্দ।

সভার শুরুতে তেঁতুলিয়া প্রেস ক্লাব নিয়ে বিগত সময়ে বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয়। সভায় তেঁতুলিয়ার সাংবাদিকবৃন্দের চলমান দুটি সংগঠন ঐক্যবদ্ধভাবে এক সঙ্গে পথচলার অঙ্গীকারাবদ্ধ হলে তেঁতুলিয়া প্রেসক্লাবের পূর্বের কমিটি বিলুপ্তি ঘোষণা করেন ক্লাবের সভাপতি সোহরাব আলী। পরে একটি আহবায়ক কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহিত হয়। একই সাথে তেঁতুলিয়া জার্নালিস্ট ক্লাবটিও বিলুপ্তি ঘোষণা করা হয়।

সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয় এখন থেকে তেঁতুলিয়ায় একমাত্র সাংবাদিকদের সংগঠন তেঁতুলিয়া প্রেস ক্লাব নামে পরিচালিত হবে। সভায় সবার উপস্থিতির ঐক্যমতের ভিত্তিতে একমাস মেয়াদে সম্মতিক্রমে ৫ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠন করা হয়। নবগঠিত আহবায়ক কমিটি আগামী এক মাসের মধ্যে একটি গ্রহণযোগ্য নির্বাচন দিবেন বলে প্রত্যাশা সবার।

এদিকে তেঁতুলিয়া প্রেসক্লাবের নব গঠিত আহবায়ক কমিটিকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তেঁতুলিয়া উপজেলার আহবায়ক শাহাদৎ হোসেন রঞ্জু, সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম শাহিন, আবু সাঈদ মিয়া, পঞ্চগড় প্রেসক্লাবের আহবায়ক সরকার হায়দারসহ জেলার বিভিন্ন সাংবাদি, সামাজিক, রাজনৈতিক সংগঠননের নেতৃবৃন্দ ও সুশীল নাগরিক সমাজ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category