পঞ্চগড় জেলা প্রতিনিধি: মোঃ মিজানুর রহমান মিন্টু:পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায়র অন্তর্গত শালবাহান ইউনিয়ন পর্যায়ে সামাজিক সুরক্ষা আওতাধীন সুবিধাভোগী ব্যক্তিদের নিয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃস্পতিবার ১৯ অক্টোবর সকালে জেলার তেঁতুলিয়ার ৪ নং শালবাহান ইউনিয়ন পরিষদে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
তেঁতুলিয়া ৪নং শালবাহান
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় ১ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মজাহারুল হল প্রধান,
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, পঞ্চগড় জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আনোয়ার সাদাত সম্রাট ,ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোঃইয়াসিন আলী মন্ডল, তেঁতুলিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী মাহামুদুর রহমান ডাবলু, তেতুলিয়া উপজেলা নিবার্হী অফিসার ফজলে রাব্বী,
ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী প্রমুখ।
এ সময় তেঁতুলিয়া সদর ইউনিয়নের বিভিন্ন এলাকার সুবিধাভোগী নারী পুরুষ ও স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন ইউনিয়নে ৯টি ওয়ার্ডে বয়স্ক ভাতা ,বিধবা ভাতা, মাতৃত্বকালীন ভাতা,প্রতিবন্ধী ভাতা, ভিজিএফ,ভিডব্লিউবি ,খাদ্য বান্ধব কর্মসূচি,
টিসিবি,
ইজিপিপি ,কেয়ার আরইএমপি-৩ প্রকল্প আশ্রয়ন প্রকল্পে উপকারভোগী ,
মোট ৬ হাজার ৩শত ১০ জন ভাতা ও সুবিধা ভোগী রয়েছেন । বক্তারা তাদেরকে আগামী নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শত্তিশালী করে নৌকা মার্কায় ভোট দিতে বলেন।