মো: মিজানুর রহমান মিন্টু, স্টাফ রিপোর্টার: পঞ্চগড়ের তেঁতুলিয়ায় যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ১৫ আগষ্ট সকাল ৯ ঘটিকায় তেতুলিয়া উপজেলা আওয়ামী লীগের অফিস কার্যালয়ের সামনে পতাকা উত্তোলন ও সকাল ৯ টা ৩০ মিনিটে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ও উপজেলা পরিষদ চত্বরে উপজেলা আওয়ামী লীগ ও উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর উপজেলা প্রশাসনের উদ্যোগে সরকারি অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার সোহাগ চন্দ্র সাহা এর সভাপতিত্বে এক আলোচনা সভা ও ইসলামিক ফাউন্ডেশন তেতুলিয়া, পঞ্চগড়ের উদ্যোগে কুরআন খানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী মাহমুদুর রহমান ডাবলু । উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী মন্ডল,আরো উপস্থিত ছিলেন,সহকারী কমিশনার (ভূমি) মাহাবুব হাসান,
বিকাল ৫ ঘটিকার সময় একটি শোক রেলি বের হয়ে তেতুলিয়া চৌরাস্তা বাজার ঘুরে দলীয় কার্যালয়ে এসে আলোচনা সভা দোয়া ও মিলাদ মাহফিলের মাধ্যমে শেষ হয়।