রাজশাহী জেলার তানোর থানা এলাকার ৩ নং পচন্দ ইউনিয়ন পরিষদের চক কাজি জিয়া গ্রামে চক কাজী পুকুর পাড়ের বেশ কিছু জমি খাস খতিয়ানভুক্ত যা অবৈধভাবে দখলের অভিযোগ উঠেছে।
উক্ত ঘটনা জানার পরে ঘটনাস্থলে গিয়ে জানা যায় চক কাজি জিয়া নামক গ্রামে কাজী জিয়া পুকুর পাড়ের বেশ কিছু জমি খাস খতিয়ান ভুক্ত আছে । এবং উক্ত স্থানে বেশ কিছু জায়গা ২৯ শে জুলাই ২০২৩ ইং তারিখে অবৈধভাবে দখল করে গোডাউন ঘর নির্মাণের কাজ করছেন মোঃ আনারুল ইসলাম (৪২) পিতা মৃত ইয়াসিন, মোঃ বদরুজ্জামান (২৮) পিতা মৃত আসাদুল, মোঃরফিকুল ইসলাম পিতা মৃত আলহাজ্ব এলা উভয় চক কাজী জিয়া গ্রামের স্থায়ী বাসিন্দ। আরো জানা যায়
অপরদিকে উক্ত জায়গাটি দীর্ঘদিন যাবত ওই একই এলাকার মোঃ হাসান আলী দেখাশোনা করে আসছেন এবং উক্ত জায়গাটি লিজ নেওয়ার জন্য লিখিতভাবে আবেদন করেছেন যার স্বারক নাম্বার যথাক্রমে-১০৩ ,১০৪, ১০৫ , ১০৬, ১০৭। এবং গত ১৮ই জুন ২০২৩ ইং তারিখে উপজেলা নির্বাহী অফিসার তানোর রাজশাহী বরাবর একটি লিখিত অভিযোগও করেন যে জোরপূর্বক সেই স্থান দখল এবং গোডাউন ঘর নির্মাণ কাজ করার পায়তারা করছেন অভিযুক্ত গণ। অপরদিকে দখলকারীরা দাবি করে যে এই খাস জায়গাটা তাদের লিজ নেওয়া আছে। কাগজ দেখতে চাইলে তাৎক্ষণিক লিজের কাগজ দেখাতে পারেনি। এ বিষয় কেন্দ্র করে উক্ত এলাকায় যেকোনো সময় আইনশৃঙ্খলার অবনতি ঘটতে পারে বলে এলাকাবাসী আশঙ্কা করছে।