বিশেষ প্রতিনিধি: তানভীর এবং শেষবর্ষের শিক্ষার্থী তামসিলার৷ সংবর্ধনা অনুষ্ঠিত৷ হয়। , সংবর্ধনা অনুষ্ঠানে ৯ জুলাই রবিবার ২০২৩, নিউজার্সির রয়েল আলবার্ট প্লেসে অনুষ্ঠিত হয়েছে। খবর বাপ্সনিউজ। হাকিকুল ইসলাম খোকন, যুক্তরাস্ট্র সিনিয়র প্রতিনিধিঃআমেরিকা-বাংলাদেশ এলায়েন্সের প্রেসিডেন্ট, যুক্তরাস্ট্র আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারন রাজনীতিক ও লেখক এমএ সম্পাদক, মূলধারার সালাম এবং জাহানুরানী সালাম”র জ্যেষ্ঠ তনয় ইঞ্জিনিয়ার তানভীর আহমেদ সালাম,যুক্তরাস্ট্রের সাউথের অঙ্গরাজ্যে টেনিসীতে বসবাসরত আনিসা কবিরের জ্যেষ্ঠ তনয়া ইউনিভার্সিটি অব আরাকানসাসবিশিষ্ট ব্যবসায়ী হুমায়ুন কবির ও মার্কেটিং এর শেষবর্ষের শিক্ষার্থী তামসিলা কবিরের উক্ত বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানে প্রবাসের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনে ও কমিউনিটি নেতৃবৃন্দ, মূলধারার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, প্রথম অনুষ্ঠান ৭ জানুয়ারী ২০২৩ , টেনেসীর মেমফিসে অনুষ্ঠিত হয়েছিল।তানভীর ও তামসিলার বিয়ের প্রথম অনুষ্ঠান ৭ জানুয়ারী ২০২৩, টেনেসীর মেমফিসে অনুষ্ঠিত হয়েছিল।