মোঃ নেওয়াজ মোর্শেদ নোমান,জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ জয়পুরহাটের শকুনা চারমাথা এলাকায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল আমিরুল (৩২) নামে এক মোটর সাইকেল চালকের।
মঙ্গলবার (২০ জুন) সকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আমিরুলের বাড়ি দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলাতে।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, মঙ্গলবার ভোরের দিকে পুরানাপৈল বাইপাস শুকনা চারমাথা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই আমিরুলের মৃত্যু হয়।
তিনি বলেন, খবর পাওয়ার সাথে সাথেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এসময় নিহত আমিরুলের ব্যাগ থেকে ৩৭ বোতল ফেনসিডিল পাওয়া গেছে বলেও জানায় পুলিশ।
নিহত আমিরুল মাদক ব্যবসার সাথে জড়িত থাকতে পারে বলেও প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
মোঃ নেওয়াজ মোর্শেদ নোমান
জয়পুরহাট
০১৭১০৬২৯৫৬২