রংপুর প্রতিনিধি :রংপুর জেলার পীরগঞ্জ উপজেলাধীন ১১নং পাঁচগাছী ইউনিয়নের চেয়ারম্যান বাবলু মিয়া তার ইউনিয়নে ঘোষণা করেছেন,যারা ইউনিয়ন পরিষদের ট্যাস্ক পরিশোধ করবে তারাই টিসিবির পণ্য পাবে।এই ঘোষণা নিয়ে বিপাকে পড়েছে ইউনিয়নের গরিব নাগরিকরা।
১৫ মার্চ বুধবার পীরগঞ্জ উপজেলার ১১নং পাঁচগাছী ইউনিয়নে কার্ডধারীদের মধ্যে ছয়াবীন তেল, ছোলা, চিনি, মশুর ডাল দেয়া হচ্ছে। নিত্য পণ্যের উর্ধ্বগতির এই সময় টিসিবির পণ্য, সাধারণ মানুষের জন্য খানিকটা সস্তির বিষয় হলেও, ট্যাস্ক আদায়ের বাড়তি চাপ অনেকটাই বোঝার উপর শাকের আঁটি! যদিও টিসিবির পণ্য ক্রয়ের সাথে ট্যাস্ক আদায়ের কোন সম্পর্ক নেই! তার পরেও চেয়ারম্যান বাবলু মিয়া এই ঘোষণা কেন দিলেন? এমন প্রশ্নের জবাবে বাবলু মিয়া বজ্রকথাকে বলেছেন, তার ইউনিয়নের লোক জন ট্যাস্ক দিতে চায় না। ডিসি স্যার,ডিডিএলজি স্যারের চাপ আছে তাই এই ঘোষণা তিনি দিয়েছেন।
আমরা মনে করি সংকটকালীন সময়ে ট্যাস্ক আদায়ের চাপ গ্রহন নয়, বিষয়টি দেখা দরকার, এই রোগের চিকিৎসা দরকার।