টাঙাইলে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের উদ্যোগে এসপিএল-প্রকল্পের কার্যক্রম পরিচিতি বিষয়ক সভা অনুষ্ঠিত
Update Time :
Monday, June 26, 2023
451 Time View
স্টাফ রিপোর্টার: গত ২৫ জুন ২০২৩ শনিবার, টাঙাইলে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের উদ্যোগে এসপিএল-প্রকল্পের কার্যক্রম পরিচিতি বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসপিএল প্রকল্পের কার্যক্রম পরিচিতি বিষয়ক সভার উদ্ধোধন করেন দলমত নির্বিশেষে টাংগাইলের অভিভাবক ফজলুর রহমান খান ফারুক এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের প্রতিনিধি নাফিছা আক্তার। সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশের বৃহৎ তিনটি রাজনৈতিক দল- বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও জাতীয় পার্টি’র টাংগাইল জেলার সিনিয়র নেতৃবৃন্দ, তরুণ এবং নারী নেতৃবৃন্দ, সিভিল সোসাইটির প্রতিনিধি, সাংবাদিকসহ অন্যান্য শ্রেনী-পেশার প্রতিনিধিবৃন্দ। সভায় আলোচনার বিষয়বস্তু ছিল সকলের আলোচনার মধ্য দিয়ে সম্প্রীতির উদাহরণ সৃষ্টি সহ আগামী দিনের করণীয় বিষয়ক আলোচনা।
এসপিএল-প্রকল্পের কার্যক্রম পরিচিতি বিষয়ক সভায় সমৃদ্ধ রাজনৈতিক পরিবেশ সৃষ্টিকল্পে আলোচ্যসূচীর মধ্যে ছিল–এসপিএল-প্রকল্পের কার্যক্রম সম্পর্কে ধারণা প্রদান, অভ্যন্তরীণ গণতন্ত্র চর্চার প্রয়োজনীয়তা ও করণীয়,
স্থানীয় রাজনীতিতে সম্প্রীতি- প্রত্যাশা ও করণীয়, নারী ও যুবদের ইতিবাচক রাজনীতি- প্রত্যাশা ও করণীয়, অভ্যন্তরীন গনতন্ত্র চর্চা বৃদ্ধিকরণে রাজনৈতিক দলের ভূমিকা, স্থানীয় পর্যায়ে- “রাজনীতি এবং সামাজিক”- সম্প্রীতি উন্নয়ন, রাজনীতিতে নারী এবং যুবদের অংশগ্রহন বৃদ্ধিকরণে দলীয় উদ্যোগ/পদক্ষেপ গ্রহণ।
এছাড়াও স্থানীয় রাজনৈতিক সম্প্রীতি বৃদ্ধিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ মতামত সভায় উপস্থিত অতিথি ও পার্টিসিপ্যান্টগণ উপস্থাপন করেন।
সভাটি সঞ্চালনা করেন নবগঠিত মাল্টিপার্টি এডভোকেসি ফোরাম (এমএএফ), টাঙাইলের সভাপতি নাজমুল হুদা নবীন এবং সাধারণ সম্পাদক কে এম তৌহিদুল ইসলাম বাবু। ডেমোক্রসি ইন্টারন্যাশনালের ডিরেক্টর শাম্মী লায়লা ইসলাম সহ সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের অনেকেই সভায় উপস্থিত ছিলেন।