এম.মাসুম আজাদ: ঝিনাইদহের ভুটিয়ারগাতির সপ্তম শ্রেনীর ছাত্র মো: হাবিব পিতা মো:মনিরুল ইসলাম,কে বলাৎকারের অভিযোগ তুলেছে পিতা মো: মনিরুল ইসলাম। বাদি হয়ে চারজনের নাম উল্লেখ করে ঝিনাইদহের সদর থানায় একটি এজাহার দায়ের করেন ১০/০৮/২০২৩ ইং তারিখে।
জানা যায় মো: মনিরুল ইসলামের সপ্তম শ্রেণী পড়ুয়া ছেলে মো: হাবিব সামান্য বুদ্ধি প্রতিবন্ধী। আর সেই সুযোগে ঝিনাইদহের ভুটিয়ারগাতি এলাকার কয়েকজন তাকে বিভিন্ন সময়ে বলাৎকার করে আসছিলো। ভুক্তভোগী হাবিবের পিতা মো: মনিরুল ইসলাম সাংবাদিকদের জানান,আমার ছেলে হঠাৎ করে কিছুদিন ধরে বলছে তার পেটে ব্যথা করছে, তার পরে বিস্তারিত শুনে জানতে পারি আমার ছেলেকে বলাৎকার করা হয়েছে,তখন আমরা ঝিনাইদহের সদর থানায় হাজির হয়ে একটি এজাহার দায়ের করি। এজাহারের সূত্র ধরে ১১ ই আগস্ট ২০২৩ ইং তারিখ রাতে এস আই আব্দুল মতিন তিনজনকে গ্রেফতার করেন, গ্রেফতারকৃতরা হলেন ১! মোস্তাক। ২! রাজু ৩! শফিকুল এছাড়াও একজন পলাতক রয়েছেন বলে জানান এস আই আব্দুল মতিন।
এদিকে ভুক্তভোগী হাবিবের পিতা মনিরুল ইসলাম সাংবাদিকদের জানান, আমার ছেলেটা একটু মানসিক সমস্যায় ভোগে আর সেই ছেলের সাথে এরকম অমানুষিক কাজ যারা করেছে আমি তাদের কঠিন থেকে কঠিন শাস্তির দাবি করছি