1. mahadihasaninc@gmail.com : admin :
  2. hossenmuktar26@gmail.com : Muktar hammed : Muktar hammed
জাকির, রকি, তয়ন ও জামাল গংদের বিরুদ্ধে আবির নামের যুবককে মারধরের অভিযোগ - dailybanglarpotro
  • November 13, 2024, 4:59 am

শিরোনামঃ
বাংলাদেশ বার কাউন্সিলের সামনে শিক্ষানবিশ আইনজীবীদের আমরণ অবস্থান কর্মসূচি আরডিএ‌’র নিষেধাজ্ঞা অমান্য করে কৃষি ব্যাংক কর্মকর্তার ভুবন নির্মাণ রাজশাহীতে অনার্স পড়ুয়া শিক্ষার্থীর বাঁচার আকুতি জাতীয় সাংবাদিক সংস্থার রাজশাহী বিভাগীয় পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি গঠন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আমানুল্লাকে হত্যার হুমকির প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন বাঘায় বিএনপির র‍্যালী ও আলোচনা সভা মিস্ত্রির হুমকিতে বাড়িওয়ালার সংবাদ সম্মেলন আরসিসিআই’র আয়োজনে সচেনতামূলক সেমিনার অনুষ্ঠিত শার্শায় সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম স্মরনে গাছের চারা বিতরণ  গাজীপুরে আইন ও সালিশ কেন্দ্রের এক্সপোজার ভিজিট সম্পন্ন

জাকির, রকি, তয়ন ও জামাল গংদের বিরুদ্ধে আবির নামের যুবককে মারধরের অভিযোগ

  • Update Time : Thursday, June 8, 2023
  • 280 Time View

০৬-০৬-২০২৩ইং নারায়ণগঞ্জ বাবুরাইল আমবাগান হাকিম বাগ এলাকার জাকির ওরফে ঘাউরা জাকির ও তার দুই ছেলে রকি ও তয়ন সহ জামাল ও তার ছেলে সোহাদ গংদের বিরুদ্ধে মোঃ আবির নামে এক যুবকে মারধররে অভিযোগ উঠেছে।

অভিযোগে আবির উল্লেখ্য করেন গত ০২ জুন আনুমানিক ৫.৩০ মিনিটের সময় আমি আমবাগান হাকিমবাগ গেটের সামনে দিয়ে যাওয়ার সময় সামান্য তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে মোঃ তয়ন ও সোহাদ আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে।

আমি তাদের গালিগালাজ করার কারন কারন জানতে চাইলে তয়ন ও সোহাদ সহ অজ্ঞাত কিছু লোকজন আমাকে কিলঘুষি লাথী মারা সহ ক্রিকেট ব্যাট ও স্টাম্প দিয়ে আঘাত করে করে আমার শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা গুরতর জখম করে।

পরবর্তীতে আমি মারধরের বিষয়ে তয়নের বড় ভাই রকি ও তার বাবা জাকিরকে জানালে তারাও আমাকে গালিগালাজ ও বিভিন্ন প্রকার ভয়ভীতি ও হুমকি ধামকি করে এবং তয়নের বড় ভাই রকি ও তার বাবা জাকির এর নির্দেশে গত ০৩ জুন পুনরায় সন্ধ্যা ৬.৩০ মিনিটের সময় আমাবাগান রাস্তায় আমাকে মারধর করে এবং বলে এই বিষয়ে কোন প্রকার বাড়াবাড়ি করিস কিংবা থানা পুলিশ করিস তাহলে তোরে সেখানে পাবো প্রাণে মেরে ফেলবো বলে হুমকি প্রদান।

তাদের এই রকম ব্যবহার দেখে আমি এলাকায় গণ্যমান্য ব্যক্তিদের সাথে আলোচনা করে থানা অভিযোগ দায়ের করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category