মোঃ নেওয়াজ মোর্শেদ নোমান,জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ জয়পুরহাট জেলা পাসপোর্ট অফিস নির্মাণবিধী অমান্য করে সর্ব সাধারণের ব্যবহার যোগ্য শত বছরের রাস্তা প্রতিবন্ধকতা সৃষ্টির প্রতিবাদে মানববন্ধন হয়েছে।
আজ শুক্রবার (২৫ আগষ্ট) সকাল ১১টায় পাঁচুরচক সচেতন এলাকাবাসীর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এর আগে পাঁচুরচক স্কুল মাঠ থেকে একটি মিছিল বের হয়ে নির্মানাধীন পাসপোর্ট অফিসের সামনে গিয়ে শেষ হয়।
ঘন্টাব্যাপী চলা এ মানববন্ধনে বক্তব্য রাখেন, শাহজালাল হোসেন রাসেল, আশিক ইলাহী সিফাত, কামরুজ্জামান রিপন, মোকসেদুল ইসলাম মিলন, সুজাউল ইসলাম বাবু, খায়রুল ইসলাম রুবেলসহ অনেকে।
এসময় বক্তারা দাবি জানিয়ে বলেন, অবিলম্বে জনসার্থে নির্মাণাধীন পাসপোর্ট অফিসের অবৈধ স্থাপনাটি সরিয়ে নিতে হবে। ভবিষ্যতে কথা মাথায় রেখে পাসপোর্ট অফিস কে পর্যাপ্ত পরিমান জায়গা ছেড়ে স্থাপনা করতে অনুরোধ জানান তারা।
নির্মাণাধীন পাসপোর্ট অফিস যদি পর্যাপ্ত পরিমান জায়গা না ছেড়ে তাদের স্থাপনা তৈরি করে তাহলে দুর্ঘটনার আশংকা থাকতে পারে বলে জানান বক্তারা।