জয়পুরহাট প্রতিনিধি: আসন্ন ঈদকে সামনে রেখে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপীনাথপুরে মাত্র ১০ টাকা দিয়ে ঈদের সকল বাজার পেয়েছেন ৫ শতাধিক দরিদ্র ও অসহায় মানুষ।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় আজিজ-রেজিয়া ফাউন্ডেশনের উদ্যোগে ভ্রাম্যমান দোকানে ঈদ বস্ত্র, মাাংস, সেমাই, চিনি বিক্রি করেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোঃ তাজুল ইসলাম।
উর্দ্ধগতির বাজারে ঈদের আগে মাত্র ১০টাকায় পছন্দমত শাড়ি, লুঙ্গি, পাঞ্জাবী, গরুর মাংস, সেমাই, চিনি, নুডলস কিনতে পেরে বেশ খুশি এসব মানুষরা।
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা তাজুল ইসলাম জানান, অনেক গরীব মানুষ রয়েছেন যারা টাকার অভাবে ঈদে কোন জামা-কাপড় কিনতে পারেননা। তাদের পছন্দের জায়গা ও আত্মসম্মানের কথা ভেবে মাত্র ১০টাকা দিয়ে এসব বিক্রি করা হয়। ভবিষ্যতেও এই কার্যক্রম চালিয়ে যাওয়ার আশা তার।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, স্থানীয় সমাজসেবক এসএম কায়কোবাদ, ইলিয়াস হোসেন ও শিক্ষাবিদ আবু রোজ চৌধুরী।
মোঃ নেওয়াজ মোর্শেদ নোমান
জয়পুরহাট
০১৭১০৬২৯৫৬২