জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটে মেকানিক মিজানুর রহমান হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন কারাদ- দিয়েছেন আদালত। এছাড়া তাদের ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদ- দেওয়া হয়। বুধবার দুপুরে সিনিয়র দায়রা জজ নূর ইসলাম এ রায় দেন।
দ-প্রাপ্তরা হলেন, পাঁচবিবি উপজেলার টিএন্ডটি পাড়ার আবুল হোসেনের ছেলে ফজলে রাব্বী ও নাকুরগাছীর মোবারকের ছেলে ওসমান গণি রুবেল। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় সোহেল রানা নামে একজনকে খালাস দিয়েছেন আদালত।
মামলার বিবরণে জানা গেছে, পাঁচবিবি উপজেলার পশ্চিম বালিঘাটা গ্রামের হেলাল উদ্দীনের ছেলে মিজানুর রহমান ২০০৭ সালের ১৯ অক্টোবর অজ্ঞাত ফোন পেয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর পূর্ব শত্রুতার জেড় ধরে আসামীরা তাকে গলা কেটে হত্যার পর লাশ ফেলে পালিয়ে যায়। পরে ২২ অক্টোবর সকালে দমদমা শ্মশান ঘাটের ছোট যমুনা নদীর পাশের একটি আখক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের মা একই দিন পাঁচবিবি থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলার দীর্ঘ শুনানি শেষে বিজ্ঞ আদালত আজ এ রায় দেন।