জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাট সদর উপজেলার গতন শহর এলাকায় রাস্তার উপরে যাত্রীবাহি বাস নিয়ন্ত্রন হারিয়ে রাস্তায় উল্টে আহত হয়েছেন ২৯ জন যাত্রী। আজ শুক্রবার ভোর রাতে পাঁচবিবি-জয়পুরহাট সড়কে এ দূর্ঘটনা ঘটে। আহত যাত্রীদের সকলেই পঞ্চগড়, ঠাকুরগাঁও ও দিনাজপুরের বিভিন্ন এলাকার যাত্রী বলে জানা গেছে।
জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম জানান, ঈদের ছুটি শেষে ‘আনাছ পরিবহন’ নামের যাত্রীবাহি বাসটি পঞ্চগড়, ঠাকুরগাঁও ও দিনাজপুরের বিভিন্ন এলাকার যাত্রী নিয়ে ঢাকা যাচ্ছিল। পথে জয়পুরহাট সদর উপজেলার গতন শহর এলাকায় এসে বাসটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার উপরেই উল্টে গেলে ২৯ জন যাত্রী আহত হন।
স্থানীয়দের খবরে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা আহতদের উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করিয়ে দেন। আহতদের স্বজনদের খবর দেওয়া হয়েছে বলেও জানান ওসি।