মোঃ নেওয়াজ মোর্শেদ নোমান,জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটে মাদক মামলায় পলাশ হোসেন (৪৬) নামে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া তাকে ১০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন।
সোমবার (২১ আগস্ট) দুপুরে জয়পুরহাট স্পেশাল ট্রাইব্যুনাল আদালত-৫ এর বিচারক আব্বাস উদ্দিন আসামীর অনুপস্থিতিতে এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত পলাশ হোসেন (৪৬) জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার উত্তর গোপালপুর গ্রামের বাসিন্দা মৃত আছির উদ্দিনের ছেলে। তিনি পলাতক রয়েছেন।
মামলার বিবরণে জানা গেছে, ২০১২ সালের ১৫ মে বিকাল ৫টার দিকে পলাশ হোসেনের বাড়ির গোপন ঘর থেকে ২৩০ বোতল ফেন্সিডিল সহ বিজিবি সদস্যরা পলাশকে আটক করে। ওই ঘটনায় আটাপাড়া বিওপির হাবিলদার রফিকুল ইসলাম বাদী হয়ে পাঁচবিবি থানায় মামলা করেন।
এরপর আসামী আদালত থেকে জামিন নিয়ে পলাতক ছিলেন। পরবর্তীতে মামলার তৎকালীন তদন্তকারী কর্মকর্তা এস আই আব্দুল আউয়াল খাঁন ২০১৩ সালের ৫ জানুয়ারী আদালতে অভিযোগ পত্র দাখিল করেন। এর পর দীর্ঘ শুনানী অন্তে আজ সোমবার দুপুরে এ রায়ের আদেশ দিয়েছেন আদালত।
মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন নৃপেন্দ্র নাথ মন্ডল, উদয় সিং এপিপি আর আসামী পক্ষে আইনজীবী ছিলেন শাহনুর রহমান শাহিন।
২১.০৮.২৩ ইং
জয়পুরহাট