জয়পুরহাট: ০৮ জুন ২০২৩ ইং সারাদেশে বিএনপির সন্ত্রাস, নৈরাজ্য ও ষড়যন্ত্রমূলক অপরাজনীতির বিরুদ্ধে কেন্দ্রীয় নির্দেশনায় জয়পুরহাট জেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১ টায় আওয়ামী লীগের দলীয় কর্যালয়ে শান্তি সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডল।
এ সময় জেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতি গোলাম মোরশেদ এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক রমজান আলী সরদার এর সঞ্চালনায় শান্তি সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক তৌফিকুল ইসলাম তালুকদার বেলাল, প্রচার ও প্রকাশনা সম্পাদক এ ই এম মাসুদ রেজা প্রমুখ।
বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন দুর্বার গতিতে উন্নয়নের দিকে এগিয়ে চলছে, তখনই বিএনপি সন্ত্রাস ও নৈরাজ্যের অপরাজনীতিতে মেতে উঠার অপচেষ্টা করছে। তারা আন্দোলনের নামে সাধারণ মানুষের জান মালের ক্ষতি করার চেষ্টা চালাচ্ছে। তাই বিএনপির সকল অপরাজনীতির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার আহবান জানান তারা।
নেওয়াজ মোর্শেদ নোমান
জয়পুরহাট
মোবাঃ 01710629562