মোঃ নেওয়াজ মোর্শেদ নোমান,জয়পুরহাট প্রতিনিধিঃ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে শেখ হাসিনার উপহার হিসেবে জয়পুরহাট সদরে ১৩সহ জেলায় মোট ৪৫ জন আওয়ামী লীগের অসুস্থ ও দুস্থ নেতা কর্মীকে ৫০ হাজার টাকা করে মোট সাড়ে ২২ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে। সোমবার সকাল সাড়ে ১১ টায় শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানের সামনে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এসব চেক বিতরণ করেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মাহফুজ চৌধুরী অবসর।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রাজা চৌধুরী, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর মোয়াজ্জেম হোসেন, জামালপুর ইউপি চেয়ারম্যান হাসানুজ্জামান মিঠু, দোগাছী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামসুল আলম সুমন সহ আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা ।