1. mahadihasaninc@gmail.com : admin : Md Salman
  2. hossenmuktar26@gmail.com : Muktar hammed : Muktar hammed
জয়পুরহাটে ছুরিকাঘাত ও হাতের রগ কেটে শিক্ষার্থীকে হত্যা - dailybanglarpotro
  • February 9, 2025, 1:20 am

শিরোনামঃ
কুমিল্লায় আওয়ামী লীগ নেতা রেজাউল করিমের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ ধানমণ্ডি বত্রিশে হামলার ঘটনায় মুক্তিযুদ্ধ মঞ্চের তীব্র নিন্দা ও প্রতিবাদ কুমিল্লায় সাবেক এমপি বাহারসহ আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ কালের কণ্ঠের সাংবাদিক সজীব ঘোষকে চাকরিচ্যুত করায় মুক্তিযুদ্ধ মঞ্চের প্রতিবাদ রাজশাহীর দূর্গাপুরে জাসাস ‘র কর্মী সম্মেলন অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে স্টেশনে ভাঙচুর পুঠিয়ায় ইজারা দেওয়া-নেওয়াকে কেন্দ্র করে বিএনপি’র দুই গ্রুপের উত্তেজনা রাজনীতি  বাংলাদেশ গণতান্ত্রিক শক্তি নামে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ রাজশাহীতে জাতীয় গ্রন্থাগার দিবস ২০২৫ উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা স্বেচ্ছাসেবক দলের নেতা সাঈদ আলীর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

জয়পুরহাটে ছুরিকাঘাত ও হাতের রগ কেটে শিক্ষার্থীকে হত্যা

  • Update Time : Friday, October 6, 2023
  • 221 Time View

মোঃ নেওয়াজ মোর্শেদ নোমান,জয়পুরহাটঃজয়পুরহাট পাঁচবিবি উপজেলার বড় মোহাম্মদপুর গ্রামের ধানক্ষেত থেকে সৌরভ হোসেন (১৮) নামে এক কলেজ ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার ৬ অক্টোবর সকালে মরদেহ উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

নিহত সৌরভ হোসেন পাঁচবিবি উপজেলার বড় মোহাম্মদপুর গ্রামের বাসিন্দা জহুরুল ইসলাম খাজার ছেলে ও সড়াইল আদর্শ বিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থী।

পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাতে পরিবারের সাথে রাতের খাবার খেয়ে নিজ ঘরে ছিল। রাত ১০টার দিকে সৌরভের মা ঘরে গিয়ে ছেলেকে দেখতে পাননি। এরপর পরিবারের লোকজন সৌরভের মুঠোফোনে ফোন দিলেো রিসিভ হয়নি। রাতভর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে কাঁর সন্ধান মেলেনি। শুক্রবার সকালে সৈারভের বাড়ির পাশে ধান খেত থেকে ছুরিকাঘাত ও হাতের রগ কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মোহাম্মদপুর গ্রামের মিঠু মিয়া বলেন, শুক্রবার সকালে বাড়ির পাশে মাঠে মাছ ধরতে যাই। এসময় ধান খেতে একটি মরদেহ পরে থাকতে দেখি। এরপর গ্রামের মধ্যে ফিরে এলাকাবাসীদের বিষয়টি জানায়। এলাকাবাসীরা ঘটনাস্থলে পৌছে সৌরভের মরদেহ শনাক্ত করেন। তাৎক্ষণিক বিষয়টি স্থানীয় ইউপি সদস্যকে জানানো হয়। এরপর পুলিশ এসে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়ে দেয়।

নিহতের মা সামছুন্নাহার বলেন, বৃহস্পতিবার রাত নয়টার দিকে রাতের খাবার শেষে সৌরভ নিজের ঘরে গিয়ে মোবাইল ফোনে দেখছিল। রাত ১০ টার দিকে ঘরে গিয়ে দেখি ছেলে ঘরে নাই। ছেলের মুঠোফোনে ফোন দিলে রিসিভ হয়না। এরপর গভীর রাত পর্যন্ত বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে ছেলের সন্ধান না মিলেনি। কিন্ত সকালে বাড়ির পাশে ধান খেত থেকে সৌরভের ছুরিকাঘাত ও হাতের রগ কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আমি হত্যাকান্ডের বিচার দাবী করছি।

পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ ওসি জাহিদুল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহের সুরতহাল শেষে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সেইসাথে গভীরভাবে তদন্ত চলছে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category