মোঃ নেওয়াজ মোর্শেদ নোমান, জয়পুরহাটঃ শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের আওতায় আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে র্যালী শেষে জয়পুরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ এপ্রিল) সকাল সাড়ে ১০ টায় জেলা পরিবেশ অধিদপ্তরের আয়োজনে শব্দ দূষণ নিয়ন্ত্রণে এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী।
জয়পুরহাট জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ ফারুক হোসেন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, সিভিল সার্জন ডা: ওয়াজেদ আলী, আধুনিক জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: রাশেদ মোবারক জুয়েল, জেলা সড়ক বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী শাহিনুর রহমান, জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আতিকুর রহমান, জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ইন্সপেক্টর মুহিউদ্দিন প্রমুখ।
এ সময় আরো উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলার বিভিন্ন সরকারি – বেসরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ, সাংবাদিকবৃন্দ এবং বিভিন্ন যানবাহনের গাড়ীচালক ও এনজিও সদস্যবৃন্দ।