মোঃ নেওয়াজ মোর্শেদ নোমান, জয়পুরহাটঃদলকে শক্তিশালী আরও মজবুত করতে জয়পুরহাট জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের অধিনস্থ সকল ইউনিটের সমন্বয়ে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ জুন) বিকাল সাড়ে ৪ টায় জয়পুরহাট সদর উপজেলা মিলনায়তনে বর্ধিত সভায় জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গোলাম মোর্শেদের সভাপতিত্বে এসময় প্রধান অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কার্যনিবাহী সদস্য মাহমুদ রাজ্জাক অপু।
এসময় আরও বক্তব্য দেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রমজান আলী সরদার, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও দোগাছী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামছুল আলম সুমনসহ অন্যান্যরা।
বর্ধিত সভায় জেলা স্বেচ্ছাসেবক লীগকে আরও গতিশীল করতে কমীদের কাজের খোঁজখবর নেওয়া হয় সেই সাথে নতুন নতুন পরিকল্পনা হাতে নেওয়া হয়।