মোঃ নেওয়াজ মোর্শেদ নোমান,জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটে অনুষ্ঠিত হলো হিন্দু ধর্মাবলম্বীদের বোল বামের মহাপুণ্য স্নান ও শিব ঠাকুরের পূজা-অর্চনা। সোমবার ভোর থেকে দেশ বিভিন্ন স্থান থেকে আসা হাজার হাজার নারী-পুরুষ ভক্তরা সমবেত হন সদর উপজেলার গুয়াবাড়ি ঘাটের তুলশীগঙ্গা নদীর তীরে। সেখানে পূণ্যস্নান শেষে গঙ্গা জল নিয়ে প্রায় ১০ কিলোমিটার পথ নগ্ন পায়ে হেটে আসেন দেশের বৃহত্তম বেল-আমলা বারো শিবালয় মন্দিরে। এ সময় পূন্যার্থীরা ‘বোল কাওরিয়া, বোল বাম’ ধ্বনীতে মুখরিত করে।
পরে মন্দিরে ভক্তরা শিব ঠাকুরের মাথায় দুধ ও জল ঢেলে পূজা অর্চনার মধ্য দিয়ে নিজের ও সবার মঙ্গল কামনায় প্রার্থনা করেন। পাশাপাশি প্রাচীন এই উৎসব ঘিরে দোকানিরা মন্ডা-মিঠাই, শিশুদের খেলনা সামগ্রীসহ বিভিন্ন ধরনের পসরা সাজিয়ে বসেছেন।
২১ আগস্ট ২৩ ইং
জয়পুরহাট