নিউজ ডেস্ক : জয়পুরহাট সিপিসি-৩ র্যাব ক্যাম্পের চৌকস অপারেশনাল দল এক গুচ্ছগ্রাম এলাকা থেকে ৫০ পিচ ট্যাপেন্টাডলসহ ৬জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে।
রবিবার (৩১ ডিসেম্বর) রাত সাড়ে ৯টায় জেলার সদর থানাধীন চন্দ্রগ্রাম এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৫০ পিচ ট্যাপেন্টাডলসহ মাদক কারবারীদের গ্রেফতার করা হয়। এসময় নেতৃত্ব দেন
কোম্পানী অধিনায়ক মেজর মো. শেখ সাদিক এবং স্কোয়াড কমান্ডার সিনিয়র এএসপি মো. রফিকুল ইসলাম।
গ্রেফতার হয় পাইকর দারিয়ার মৃত মংলা কর্মকারের ছেলে শ্রী উজ্জল কর্মকার (৪২), মো. আনারুল ইসলামের ছেলে মো. আব্দুল মোমিন (৩০), মো. জামাল হোসেনের ছেলে মো. সুমন ইসলাম (২৩), মো. জাফর আকন্দের ছেলে মো. দেলোয়ার হোসেন (২৭), মো. নাছির উদ্দিনের ছেলে মো. আব্দুল মান্নান (১৮), মো. লুৎফর রহমানের ছেলে মো. সুমন হোসেন (৩০)।
প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গ্রেফতারকৃত আসামী উজ্জল এলাকার চিহ্নিত মাদক কারবারী। গ্রেফতারকৃত আসামী মাল্লা, সুমন, মোমিন, সুমন ও দেলোয়ার উজ্জল’র সহযোগী হিসেবে কাজ করতো।
মাদকসেবী ও মাদক কারবারী সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের ধরতে ব্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।