এতে ওই পরিবারের ৩ নারী সহ ১০ জন গুরুতর আহত হয়। আহতদের মধ্যে ৪ জন আশঙ্কাজনক হওয়ায় তারা হাসপাতালে চিকিৎসাধিন রয়েছে।এ ব্যাপারে কর্তব্যরত চিকিৎসক ডা: মোস্তাকিম হাসান জানান, ৪ জনের মাথায় গুরতর জখম রয়েছে, ফলে সুস্থ হয়ে উঠতে একটু সময় লাগতে পারে। এ ব্যাপারে রংপুর মেট্রোপলিটান কোতয়ালী থানার (ওসি) তদন্ত হোসেন আলী জানান। এঘটনায় থানায় একটি মামলা হয়েছে দ্রুত আসামীদের গ্রেফতার চেষ্টা চলছে।