জমিসংক্রান্ত বিরোধে তাজা প্রাণ হারালো ৩জন সাধারণ মানুষ
Update Time :
Tuesday, July 11, 2023
230 Time View
গোদাগাড়ী প্রতিনিধি: রাজশাহীর গোদাগাড়ী উপজেলার পাকড়ি ইউনিয়নের মুসরাপাড়া ইয়াজপুর গ্রামে জমি নিয়ে বিরোধে দুই পক্ষের সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাত জন। তাদের রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, সোমবার (১০ জুলাই) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটেছে।
নিহতরা হলেন রাজশাহী নগরীর রাজপাড়া থানার ভাটাপাড়া এলাকার জিল্লুর রহমানের ছেলে সোহেল রানা ছোটন (৪৫), গোদাগাড়ীর বড়গাছী কানুপাড়া গ্রামের মৃত আলিমুদ্দিনের ছেলে মেহের আলী (৬৫) এবং তার বড় ভাই নাইমুল (৭০)।
গোদাগাড়ী থানার ওসি জানান, জমিজমা নিয়ে বিরোধের জের ধরে কথা কাটাকাটির একপর্যায়ে দুই পক্ষের সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়। তাদের মধ্যে ১০ জনকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা তিন জনকে মৃত ঘোষণা করেন।