মোঃ নেওয়াজ মোর্শেদ নোমান, জয়পুরহাটঃ জয়পুরহাটে হত্যার উদ্দেশ্যে সৈয়দ রানা হোদা নামে এক সাংবাদিককের উপর হামলা করে গুরুতর আহত করেছে দুুর্বৃত্তরা। তাকে স্থানীয়রা উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করালে তার অবস্থা আশংকাজনক হওয়ায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।
ভুক্তভোগী সৈয়দ রানা হোদা জানান, জমিজমা সংক্রান্ত পারিবারিক কলহের জেরে তার উপর হামলার হামলা করা হয়েছে।
মঙ্গলবার (৩০ মে) বেলা আড়াইটার দিকে জয়পুরহাট শহরের আরাফাতনগর এলাকার নতুনহাট রোডে এ ঘটনা ঘটে। আহত ওই সাংবাদিক স্থানীয় দৈনিক জয়পুরহাট খবর পত্রিকার স্টাফ রিপোর্টার ও জয়পুরহাট জেলা প্রেসক্লাবের সদস্য। সে আক্কেলপুর উপজেলার সিদ্ধির মোড় এলাকার মৃত সামছুল হোদার ছেলে।
ঘটনার বিবরনে জানা গেছে, মঙ্গলবার বেলা আড়াইটার দিকে সাংবাদিক রানা জয়পুরহাট জজ কোর্ট থেকে মোটরসাইকেলে করে নতুনহাটের দিকে যাচ্ছিলেন। পথে আরাফাত নগর এলাকায় মুখোশধারী ৫ জন মোটরসাইকেল নিয়ে এসে তার পথ রোধ করে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি মারপিট করে ইট দিয়ে মাথা থেতলে দেয়। এসময় স্থানীয় লোকজন এসে তাকে উদ্ধার জেলা আধুনিক হাসপাতালে ভর্তির করায়।
জয়পুরহাট সদর থানার ওসি সিরাজুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং হামলাকারীদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।
এদিকে এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন জেলার সাংবাদিকরা।
তারিখঃ ৩০.০৫.২০২৩ ইং
মোবাঃ ০১৭১০৬২৯৫৬২।