বাঘা (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর বাঘায় ছেলে শুকুর আলীর হাসুয়ার কোপে বাবা রুস্তম আলী (৭০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার (৭ আগস্ট) রাতে উপজেলার মনিগ্রাম ইউনিয়নের হরিরামপুর গ্রামে এই ঘটনা ঘটে। ঘটনার পর থেকে ছেলে শুকুর আলী (৪০) পলাতক রয়েছেন। এ বিষয়ে মনিকগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম বলেন, কিছুদিন থেকে বাবার গাছ বিক্রি করে ছেলে টাকা নিবে। গাছ বিক্রি করতে বাবা নিষেধ করে ছেলেকে। এ নিয়ে সোমবার রাতে কথাকাটাকাটির এক পর্যায়ে ধারালো হাসুয়া দিয়ে বাবা রুস্তম আলীকে কুপিয়ে হত্যা করে ছেলে শুকুর আলী। এ বিষয়ে বাঘা থানার ওসি খাইরুল ইসলাম জানান, ঘটনার পর থেকে শুকুর আলী পলাতক রয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। তবে এ ঘটনায় মামলা হবে।