1. mahadihasaninc@gmail.com : admin : Md Salman
  2. hossenmuktar26@gmail.com : Muktar hammed : Muktar hammed
চাকুরী দেওয়ার নামে ২০ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন দুই প্রতারক - dailybanglarpotro
  • January 14, 2025, 1:26 pm

চাকুরী দেওয়ার নামে ২০ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন দুই প্রতারক

  • Update Time : Monday, August 7, 2023
  • 316 Time View

 নিজেস্ব প্রতিবেদক: রাজশাহীর দূর্গাপুরে চাকুরী দেওয়ার নামে ২০ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন, দেলোয়ার হোসেন ও আহসান হাবিব নামে দুই প্রতারক চক্র। অভিযোগ সুত্রে জানা যায়, ৭ নং জয়নগর ইউনিয়ন ১ নং ওয়ার্ডের হান্নান আহাদ মেম্বার (৩৮), পিতা- মৃত আব্দুল মালেক সাং- আনোলিয়া পোষ্টঃ আলিয়াবাদ, থানা- দুর্গাপুর, জেলা-রাজশাহী। অভিযোগ করেছেন, কর্ণেল জি.এস, ডিজি এফ আই, বরাবর, রাজশাহী। বাংলাদেশ সেনাবাহীনিতে চাকুরী দেওয়ার নামে প্রতারণা করেছেন। বিবাদী ১। মোঃ দেলোয়ার হোসেন ২। মোঃ আহসান হাবিব উভয়পিতা- অজ্ঞাত, সাং- অজ্ঞাত, থানা- অজ্ঞাত, জেলা- অজ্ঞাত, দ্বয়ের বিরুদ্ধে থানায় হাজির হইয়া এই মর্মে অভিযোগ করিতেছি যে, উক্ত বিবাদী সিআইডি ঢাকা হেডঃ চাকুরী করেন বলে মিথ্যা আশ্বাস দেন। আমার ভাতিজা ১। মোঃ জামিল মন্ডল, ২। মোঃ সেলিম রেজা, উভয়পিতা- মোঃ আনছার আলী মন্ডল সাং আনোলিয়া পোষ্টঃ আলিয়াবাদ থানা দুর্গাপুর ৩। মোঃ মনিরুল ইসলাম, পিতা- মোঃ রুস্তুম আলী সাং পোড়াকয়া পোষ্টঃ একডালা, থানা বাগমারা, সর্বজেলা রাজশাহী। গত ইং ১৬/০২/২০২০ তারিখে সকাল অনুমান ১০.১৫ ঘটিকার সময় ১নং বিবাদীর আমার ভাতিজাদেরকে ঢাকা ডেকে নিয়ে সেনাবাহিনী চাকুরী নিয়ে দিবে বলে নিয়ে যায়। এবং ২নং বিবাদী মাধ্যমে আমার ভাতিজাদেরকে মেডিকেল করে চাকুরী দিবে বলে। বাড়ী পাঠান। পরবর্তীতে আমার সাথে ১নং বিবাদী ও ২নং বিবাদী যোগাযোগ করে এবং ১নং বিবাদীর বিকাশ নম্বর ০১৭৮৮-১৯৪০৫৭ তে সর্ব মোট ২০,০০,০০০/- (বিশ) লক্ষ টাকা আমার নিকট থেকে বুঝিয়ে নেয়। অদ্যবধি বিবাদীদ্বয় আমার ভাতিজাদের কে চাকুরী না দিয়ে আমার সাথে মোবাইল ফোনে খারাপ আচারন করে এবং এক পর্যায়ে আমার টাকা দিবে না বলে মর্মে জানায় এবং বিবাদীদ্বয়দেরকে আর খোজে পাওয়া যাচ্ছে না। যদিও মাঝে মাঝে তাদের ফোন খোলা থাকে আমি যোগাযোগ করলে বিবাদীদ্বয় আমাকে বিভিন্ন প্রকার গালিগালাজ করেন। পালিগালাজ করে তাহার মোবাইল ফোন বন্ধ করে রাখেন। উপস্থিত ঘটনার সাক্ষী ১। মোঃ সালাউদ্দিন সরদার (৪২) পিতা- মৃত লবির উদ্দিন সরদার, ২। মোঃ সোহরাব আলী পিতা- মৃত মসলেম মন্ডল উভয়সাং আনোলিয়া, পোষ্টঃ আলিয়াবাদ, থানা- দুর্গাপুর, জেলা-রাজশাহীগণ সহ আরো অনেকে উক্ত বিষয়ে জানেন। উপরোক্ত বিষয়ে নিয়ে আত্মীয় স্বজনের সহিত আলাপ আলোচনা করিয়া আসিয়া অভিযোগ দায়ের করিতে বিলম্ব হইল। অতএব, বিষয়টি তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করিতে জনাবের মর্জি হয়। নিবেদন হান্নান মেম্বার মোবাইল ০১৭৩৯-১৮২০৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category