চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩ বিজিবির অধিনস্থ মনাকষা বিওপির মাসুদপুর সীমান্ত এলাকায় ভারতীয় চোরাকারবারীদের ধাওয়া কৃত বিএসএফের ভুলবশতঃ জলসীমা অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে অবৈধ অনু প্রবেশ এর অপরাধে বিজিবি জোয়ানরা ৬ টি মহিষ সহ ২২ জুলাই বিকাল ৪ ঘটিকায় তাঁদের আটক করে। পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ সদস্যদেরকে তাদের কোম্পানী কমান্ডারের নিকট হস্তান্তর করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ান ৫৩ বিজিবির প্রেস বিজ্ঞপ্তির তথ্যমতে, ২২ জুলাই আনুমানিক বিকাল ৪টায় শিবগঞ্জ এর মনাকষা ইউনিয়নে অত্র ব্যাটালিয়নের অধীনস্থ মাসুদপুর বিওপির দায়িত্বপুন এলাকায় বিএসএফ এর একটি টহলদল কয়েকজন ভারতীয় বেসামরিক নাগরিককে নিয়ে স্পিডবোট ও নৌকাযোগে চোরাকারবারীদের ধাওয়া করতে করতে ভুলবশতঃ বাংলাদেশের অভ্যন্তরে অবৈধ অনুপ্রবেশ করলে বিজিবি টহলদল ৬টি ভারতীয় মহিষসহ তাদেরকে আটক করে। এ ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে প্রতিবাদ লিপির মাধ্যমে কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের আহবান করা হয়।
প্রেক্ষিতে পতাকা বৈঠকে বিএসএফ পক্ষ থেকে জানানো হয় যে তারা চোরাকারবারীদের পিছু ধাওয়া করতে করতে ভূলবশতঃ বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করেছে বলে ভূল স্বীকার করেন। পরবর্তিতে বিকেল ৬টায় যথাযথ প্রক্রিয়ায় বিএসএফ সদস্যদেরকে ভারতীয় কোম্পানী কমান্ডারের নিকট হস্তান্তর করেএবং ৬ টি মহিষ জব্দ করা হয়।
এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ নাহিদ হোসেন বিষয়ের সত্যতা নিশ্চিত করে বলেন, চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) সীমান্ত রক্ষা ও চোরাচালান দমনে সর্বদা সচেষ্ঠ রয়েছে এবং এই কার্যক্রম অব্যাহত থাকবে।