মো: হাসান আলী, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে নাচোল উপজেলায় পৃথক দুটি চুরির ঘটনায় জেলার দুর্ধর্ষ চোরচক্রের সদস্য আরিফুল ইসলাম (ভটা) ওরফে ভটা চোর সহ ৪ সদস্য’কে আটক করেছে পুলিশ।
শনিবার (১২ আগষ্ট) সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) মিন্টু রহমান। তিনি জানিয়েছেন, জেলা পুলিশ সুপার ছাইদুল হাসান (পিপিএম সেবা) দিক নির্দেশনা গত (২৪ ঘন্টায়) জেলার সদর, শিবগঞ্জ, গোমস্তাপুর ও রাজশাহী জেলার মহানগর মতিহার থানা এলাকায় অভিযান পরিচালনা করে ৪ জন আসামীকে গ্রেফতার করা হয়।
আটককৃতদের দেয়া তথ্যে ও হেফাজত হতে চোরাই কৃত ৫ ভরি ৫ আনা স্বর্ণ উদ্ধার করা হয়। এছাড়াও স্বর্ণ বিক্রির নগদ ৪৩, হাজার টাকা ও চোরাই কাজে ব্যবহৃত ২ টি মোটর সাইকেল, ৩টি ফোন ও একটি টিপ চাকু উদ্ধার করা হয়।
আটককৃত হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ পৌর পিটিআই বস্তি এলাকার দুলালের ছেলে আরিফুল ইসলাম ভটা (৩১), শিবতলা মালোপাড়া শ্রী সম্ব সরকার ছেলে শ্রী সুমন সরকার (৩৮), বড় ইন্দ্রিরা আবুল কালাম আজাদের ছেলে মোবারক হোসেন (৩৪), লইলাপাড়া ভেলুর মোড় মেরাজ আলী’র ছেলে শাহজাহান (২৭), কে আটক করা হয়।
এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) মিন্টু রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, নাচোল থানা এলাকায় পৃথক ২টি চুরির ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে। আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।