এসএম রুবেল, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের ৫৩ বিজিবি ব্যাটেলিয়ানের অভিযানে ১ জন মাদক কারবারিকে ১ কেজি ৫০০ গ্রাম ভারতীয় হেরোইন ও ৭৮৮ পিস ভারতীয় বার্মার ইয়াবার ট্যাবলেট সহ হাতেনাতে গ্রেফতার করেন ৫৩ বিজিবি ব্যাটেলিয়ান।
বিজিবি ৫৩ গোপন সংবাদের ভিত্তিতে ৩১ মার্চ আনুমানিক রাত ১২টা ৩০ মিনিটের সময়,পোলাডাংগা বিওপির একটি চৌকষ টহলদল আলাতলী ইউনিয়নের শান্তিপাড়া গ্রামে একটি অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ০১ কেজি ৫০০ গ্রাম ভারতীয় হেরোইন আটক করতে সক্ষম হয়।
পরবর্তী অভিযান চালিয়ে
শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের খোন্দাকামাত গ্রামে ৭৮৮ পিস ভারতীয় ইয়াবা সহ হাতে নাতে আটক করতে সক্ষম হয় ৫৩ বিজিবি ব্যাটেলিয়ান এদিকে মাদক কারবারি
শিবগঞ্জ উপজেলার,খাসেরহাট রসুনচক গ্রামের মৃত এহসান মাহমুদের ছেলে ইয়াবা ব্যবসায়ী
গেদু মিঞা।
গ্রেপ্তারকৃত আসামিদের শিবগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেন প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ৫৩ বিজিবি ব্যাটেলিয়ান,এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর সৈয়দ ইশতিয়াক মুর্শেদ,পিএসসি বিষয়ের সত্যতা নিশ্চিত করে বলেন,চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) সীমান্ত এলাকায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বিজিবি সর্বদা সচেষ্ঠ রয়েছে এছাও মাদকের বিরুদ্ধে কার্যক্রম সর্বক্ষণ অব্যাহত থাকবে।