চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযানে ২০০ গ্রাম হেরোইনসহ ১ জনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
গ্রেফতারকৃত আসামী হলেন, পাবনা জেলার ঈশ্বরদী থানাধীন চর আলহাজ মোড় (জফিরউদ্দিনপাড়া)’র তাসের শেখ এর ছেলে আকাশ (১৯)।
পুলিশ সূত্রে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুপার মো. ছাইদুল হাসান পিপিএম এর দিক-নির্দেশনায় ও অতিরিক্ত পুলিশ সুপার মো.রোকনুজ্জামান সরকার তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখার ডিবি পুলিশের চৌকষ অফিসার এসআই মাহফুজুর রহমান এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযানটি পরিচালনা করা হয়।
বৃহস্পতিবার (১৭ আগস্ট) রাত সাড়ে ৮ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানাধীন স্বরূপনগর বিশ্বরোড মোড়ে মহানন্দা বাস কাউন্টারের সামনে ডিবি পুলিশের চৌকষ অফিসার এসআই মাহফুজুর রহমান এর নের্তৃত্বে ডিবি পুলিশের সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ২০০ গ্রাম হেরোইনসহ ঐ যুবক কে গ্রেফতার হয়।
এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ জেলায় অপরাধ দমনে পুলিশ ও ডিবি পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।