মোঃ ইয়ামিন হাসান শুভ, বিশেষ প্রতিনিধিঃসর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র, ক্রীড়া সংগঠক, বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী আজ শনিবার (৫ আগস্ট)। ১৯৪৯ সালের এই দিনে তিনি গোপালগঞ্জের টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালরাতে বিপথগামী একদল সেনা কর্মকর্তার নির্মম বুলেটে মাত্র ২৬ বছর বয়সে পিতা বঙ্গবন্ধুর সঙ্গে সপরিবারে নিহত হন সম্ভাবনাময় এই তরুণ নেতা।
শেখ কামালের জন্ম দিবসটি রাষ্ট্রীয়ভাবে উদযাপিত হচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠানসহ সরকারের সব দফতরে যথাযথ মর্যাদায় দিবসটি পালিত করছে। দিনটি পালন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার হল রুমে বাংলাদেশ ছাত্রলীগ, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আয়োজনে বঙ্গবন্ধুর জৈষ্ঠ পুত্র, বিশিষ্ট ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠক, বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের ৭৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে
উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলে চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ আসিকুজ্জামানের সঞ্চালনায় সভাপতিত্ব করেন ডাঃ মোঃ সাইফ জামান আনন্দ সভাপতি চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগ।
উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ পৌর ছাত্রলীগের সভাপতি মোঃ ফয়সাল আহমেদ, নবাবগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি একেএম আনোয়ার হোসেন সাধারণ সম্পাদক গোবিন্দ চ্যাটার্জি, চাঁপাইনবাবগঞ্জ পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাফায়েত খান রিয়াদ সহ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা,পৌরসভা,কলেজ,ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের সকল নেতাকর্মী