1. mahadihasaninc@gmail.com : admin :
  2. hossenmuktar26@gmail.com : Muktar hammed : Muktar hammed
চাঁপাইনবাবগঞ্জে বিআরটি,পাসপোর্ট,নির্বাচন, কার্যালয়ের আশপাশে দালালের দৌরাত্ম্যর কাছে হার মেনেছে গ্রাহকরা - dailybanglarpotro
  • December 12, 2024, 1:45 am

শিরোনামঃ
আলু-পেঁয়াজের মূল্যবৃদ্ধি ও খোলা তেল বিক্রির প্রতিবাদে ক্যাবের উদ্যোগে ময়মনসিংহে মানববন্ধন ও র‍্যালি এবং ডিসির মাধ্যমে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরাবর স্মারকলিপি ভালুকায় বিরোধপূর্ণ জমির ধান বিক্রির অভিযোগ তানোরে জোরপূর্বক এসটিডব্লিউ স্কিমে সেচের প্রতিবাদ করায় প্রাণ সংশয়ে মালিক জাতীয় সাংবাদিক সংস্থা তানোর উপজেলা শাখার শুভ উদ্বোধন রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানায় জগিং ট্র্যাকের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপন প্রকল্পের নির্মাণ কাজের উদ্বোধন বাংলাদেশ অনলাইন মিডিয়া অ্যাসোসিয়েশন (BOMA)’র নতুন সাংগঠনিক সম্পাদক নাজমা সুলতানা নীলা রাজশাহীর দূর্গাপুরে সরকারি জলাশয় দখলের অভিযোগ বাঘায় গলাকাটা মরদেহ উদ্ধার করেন পুলিশ  জুলাই গণঅভ্যুত্থানে আহত সদস্যদের পুনর্বাসন চাইলেন জামায়াত নেতাঃ-লিটন

চাঁপাইনবাবগঞ্জে বিআরটি,পাসপোর্ট,নির্বাচন, কার্যালয়ের আশপাশে দালালের দৌরাত্ম্যর কাছে হার মেনেছে গ্রাহকরা

  • Update Time : Wednesday, June 14, 2023
  • 281 Time View

এসএম রুবেল, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ (বিআরটিএ) চাঁপাইনবাবগঞ্জ কার্যালয় ও আশপাশের এলাকায় দালালদের দৌরাত্ম্য বেড়েছে। ড্রাইভিং লাইসেন্স করাতে এসে অভিনব জালিয়াতির শিকার হচ্ছেন প্রতিনিয়ত গ্রাহকরা ড্রাইভিং লাইসেন্স পাওয়ার জন্য লিখিত,মাঠ ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও লাইসেন্স না পাওয়ায় ক্ষুব্ধ গ্রাহকরা,এতে ইসরাফিল দালালের কাছে হার মেনেছে ড্রাইভিং লাইসেন্স করতে আসা গ্রাহকরা। অনুসন্ধানে জানা যায়,চৌডালা বিরপাড়া গ্রামের ইসরাফিল নামে এক দালাল অনেক গ্রাহকের কাছ থেকে চুক্তিতে ড্রাইভিং লাইসেন্স করার কথা বলে ৭-১৩ হাজার টাকা করে নিয়েছে। এসব গ্রাহককে বিআরটিএতে লিখিত,মাঠ পরীক্ষা ও মৌখিক পরীক্ষা না দিয়েই সরাসরি ফিঙ্গার প্রিন্ট দিলেই ড্রাইভিং লাইসেন্স দেওয়ার প্রলোভন দেওয়া হয়। এতে করে দালালের ফাঁদে পা দেয় গ্রাহকরা আর টাকা ভর্তি পকেটে বাড়ি যান ইসরাফিল দালাল।

সরজমিনে খোঁজ নিয়ে জানাযায় বিআরটি-এর আশপাশের এলাকায় প্রশাসনের কোনো অভিযান না থাকায় দালালদের দৌরাত্ম্য অনেকটাই বেড়েছে। বিশেষ করে বিআরটিএ-র পার্শ্ববর্তী মার্কেট ও হোটেলগুলোতে সকাল ৮টার পর থেকেই দালালদের উৎপাত শুরু হয়। বিআরটিএ কর্তৃপক্ষের সঙ্গে দালালদের সখ্য আছে এমন প্রলোভন দেখিয়ে গ্রাহকদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে টাকা,হাতিয়ে নেওয়া হয়। জানা যায়, চৌডালার ইসরাফিল নানান বিভ্রান্তিমূলক তথ্য দিয়ে গ্রাহকদের সহজেই ড্রাইভিং লাইসেন্স করিয়ে দেওয়ার কথা বলে টাকা হাতিয়ে নিয়েছে। তার মতো আরও অনেক দালালের পাল্লায় পড়ে অনেকের টাকা খোয়া যাচ্ছে। এই দালালচক্র এতটাই দক্ষ যে,হুবহু বিআরটিএ-র কাগজপত্র,সিল ও স্বাক্ষর জাল করে গ্রাহকদের দিয়ে দিচ্ছে। ফলে গ্রাহকদের বোঝার উপায় নেই যে, এটা সঠিক না ভুয়া। গ্রাহকরা যখন বিআরটিএতে যাচ্ছে তখনই কম্পিউটারে গ্রাহক সম্পর্কে কোনো তথ্য পাওয়া যাচ্ছে না। ততক্ষণে অবশ্য দালালচক্র নিরুদ্দেশ হয়ে যাচ্ছে।

উল্লেখ্য,বিআরটিএর দালাল চক্র ও পাসপোর্ট অফিসের একইভাবে তারা কাজ করে যাচ্ছে কোর্ট এরিয়ার আশেপাশে,বেশ কিছুদিন আগে দালাল চক্রের,নিরসন করতে প্রশাসনের তৎপরতা ছিল ব্যাপক হারে,দিন দিন ঝিমা পড়াতে আবারও, নতুন পুরাতন আবিষ্কার বেড়েই চলেছে দালালচক্র,এরা সদর শিবগঞ্জ, গোদাগাড়ী,গোমস্তাপুর, রহনপুর, চোডালা রানীবাড়ী চাঁনপুর,ভোলাহাট,নাচোল,রাজবাড়ী,রাত পোহালেই হাজির হন দালাল গ্রুপ,কোট ও পাসপোর্ট,নির্বাচন অফিস এরিয়াতে। গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়,সারাদিন মাঠ পর্যায়ে কাজ করে বাড়ি ফিরার সময় পকেট ভর্তি টাকা নিয়ে কারো আজকের ইনকাম ৫-থেকে ৮ হাজার প্রবাসী পেলে ১৫ হাজার টাকা পর্যন্ত থাকে তাদের কোন কোন দিনের ইনকাম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category