নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জে ০৪ জন কিশোর গ্যাংয়ের সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-৫। মঙ্গলবার (১৮ জুলাই) রাতে জেলার সদর থানাধীন ৬নং রানীহাটি ইউনিয়নের উপরধুমি হায়াতপুর থেকে তাদের গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা উপরধূমি হায়াতপুর এলাকায় একরামুল হকের ছেলে মোঃ ওয়াদুদ (২৪) জিয়াউর রহমানের ছেলে মোঃ জাহিদ হাসান (১৯) মোঃ তরিকুল ইসলামের ছেলে মোঃ বুলবুল আহম্মেদ (২১) মোঃ আবু তাহেরের ছেলে মোঃ আবু তালেব (১৯)।
এ সময় তাদের কাছ থেকে ১টি প্লাস্টিকের হাতল যুক্ত ক্ষুর ১টি স্টিলের হাতলযুক্ত ফোল্ডিং চাকু চার গ্রাম কাগজে মোড়ানো গাঁজার ৩ পুরিয়া জব্দ করেন।
অভিযানটি পরিচালনা করেন, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ কাম্পের কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এবং কোম্পানী উপ অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম এর নেতৃত্বে একটি অভিযানিক দল।
র্যাব জানিয়েছে, এ সমস্ত ছিনতাই, চাঁদাবাজির বিরুদ্ধে অত্র র্যাব ক্যাম্পে চাঁপাইনবাবগঞ্জে বিভিন্ন মহল থেকে অভিযোগের ভিত্তিতে অভিযান চলমান থাকবে।
এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানায় মামলা রুজু করা হয়েছে।