চাঁপাইনবাবগঞ্জের মহারাজপুর ইউনিয়ন মেম্বারের বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ উঠেছে
Update Time :
Wednesday, July 19, 2023
326 Time View
নিজস্ব প্রতিবেদক: ১৩ বছরের গৃহবধূর সংসারে ১১ বছরের ছেলে থাকা অবস্থায় গৃহবধূর বিয়ের বিচ্ছেদ ঘটায়। পরে ওই মেয়ে শিউলীর সাথে মেম্বারের বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ উঠেছে চাঁপাইনবাবগঞ্জের ৫নং মহারাজপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বর্তমান সদস্য ও বিএনপি’র মহারাজপুর ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আব্দুর সাত্তারের বিরুদ্ধে সে সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের শালিম ডোলপাড়া এলাকায় আলতাফ ওরফে (গাঙ্গুলীর) ছেলে।
জানা গেছে, ১৩ বছর আগে মহারাজপুর মিয়া চৌধুরীপাড়া এলাকার মোঃ ইসরাফিল হকের ছেলে সেরাজুল ইসলামের সাথে একই উপজেলার বাবুডাইং কখিরাপাড়া এলাকার মোঃ শামিম ওরফে কালুর মেয়ে মোসা: শিউলী খাতুনের ইসলামি শরিয়ত মোতাবেক বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের সংসারে মোঃ সিয়াম নামে ১১ বছরের এক ছেলে সন্তান রয়েছে।
সেরাজুল ইসলাম দীর্ঘ ৭ বছর যাবত কাতার প্রবাসী সে ৩ বছরের প্রবাসের উপার্জনের টাকা তার স্ত্রী শিউলীকে ৬ লক্ষ টাকা সহ ডের ভরি ওজনের সোনার চেইন আংটি দিয়েছে। নাম না বলা সত্ত্বে স্থায়ী এলাকাবাসীরা জানান, সেরাজুল ইসলাম দীর্ঘদিন প্রবাসে থাকায় মেম্বার আব্দুল সাত্তার তাদের বাড়িতে যাওয়া আসা করতো সে-স্বার্থে গৃহবধূ শিউলী খাতুনের সাথে মেম্বারের অবৈধ সম্পর্ক গড়ে উঠেছিল।
থানা সূত্রে জানা গেছে, গত ০১/০৭/২০২৩ তারিখ বেলা ১১ টায় ইসরাফিলের বাড়ীতে কেউ ছিলোনা সে সুযোগে মোঃ সাত্তার আলী মেম্বার, মোসাঃ শিউলী খাতুনের কাছে যায় পরস্পর যোগসাজসে তার নিকট থাকা নগদ ৬,০০,০০০/-লক্ষ টাকা ও ১.৫ ভরি ওজনের স্বর্ণাংলকার নিয়ে পালিয়ে যায়। পরে বাড়ীতে ফিরে এসে তার শশুর ইসরাফিল তার ছেলের বউ শিউলীকে বাড়িতে দেখতে পান না। তখন সে পরিবারসহ তার ছেলের বউ শিউলীকে আশপাশের বাড়িতে অনেক খোজাখুজি করে না পেয়ে তার ছেলের বউ শিউলীর বাপের বাড়িতে যায় সেখানে তার বাপের বাড়ির লোকজন বলে আপনার ছেলের বউতো আমাদের বাড়ীতে আসেনি।
পরে তার ছেলের বউয়ের শিউলির ব্যবহৃত মোবাইল নাম্বারে ফোন করলে সে জানায় আপনাকে আমার কাছে আসতে হবে না। আমি আপনার ছেলেকে ডিভোর্স দিয়ে কাগজ পাঠিয়ে দিবো। এ বিষয়ে বক্তব্য নিতে গেলে, মেম্বার মোঃ আব্দুর সাত্তার বলেন এই সব মিথ্যা বানোয়াট বেশ কয়েকজন মিলে আমাকে ফাঁসানোর জন্য এসব ষড়যন্ত্র করেছে।
এ ঘটনায় মোঃ ইসরাফিল হক নিজে বাদি হয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মোসাঃ শিউলী খাতুনকে ১ নাম্বার আসামি ও মেম্বার মোঃ আব্দুর সাত্তারকে ২ নাম্বার আসামি করে একটি অভিযোগ দায়ের করেন। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাজ্জাদ হোসেন বলেন অভিযোগটি পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনত ব্যবস্থাপন গ্রহণ করা হবে।