বাঁশপত্র রিপোর্ট: গত ২১ জুলাই বিকেল সাড়ে ৫ টায় বাংলাদেশ গ্রাম থিয়েটার বনমালী অঞ্চলের ২য় আঞ্চলিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে, পাবনা থিয়েটার ৭৭ এর আয়োজনে আঞ্চলিক সম্মেলনের শুরু হয় বর্ণ্যাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে, শোভাযাত্রা টি সাংস্কৃতিক চত্ত্বর থেকে শুরু হয়ে শহরের এ হামিদ রোড প্রদক্ষিণ শেষে সাংস্কৃতিক চত্বরে ফিরে আসে। ২য় পর্বে আলোচনা অনুষ্ঠান শুরু হয় সাংস্কৃতিক চত্বর মঞ্চে উক্ত আলোচনা অনুষ্ঠানে বাংলাদেশ গ্রাম থিয়েটার বনমালী অঞ্চলের সমন্নয়ক ও থিয়েটার ৭৭ এর সাধারণ সম্পাদক আবুল কাশেম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ গ্রাম থিয়েটারের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক তৌফিক হাসান ময়না। ইছামতি থিয়েটারের পরিচালক ভাষ্কর চৌধুরীর উপস্থাপনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য প্রদান করেন উত্তরণ পাবনার প্রতিষ্ঠাতা সভাপতি ও সাপ্তাহিক বাঁশপত্রর বার্তা সম্পাদক আলমগীর কবীর হৃদয়, সাথিয়া থিয়েটারের সভাপতি অধ্যক্ষ আবদুল দায়েন, চিকনাই থিয়েটারের সদস্য আব্দুস সালাম, সাথিয়া থিয়েটারের সদস্য প্রফেসর মিজানুর রহমান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন থিয়েটার ৭৭র যুগ্ম সাধারণ সম্পাদক জাহানারা সিদ্দিকী মুক্তা, কবি ছড়াকার ও চলচ্চিত্র নির্মাতা দেওয়ান বাদল,এ কে এম মাহফুজুল হক, বাউলশিল্পী মোঃ নুরুল ইসলাম,মোঃ ওহিদুর রহমান রতন,উত্তরণ পাবনার সহ সভাপতি মাসুদ হাসান রনি, সাংগঠনিক সম্পাদক রাফিদ আহমেদ, সহ সাহিত্য সম্পাদক নীলিমা নীল, সাংস্কৃতিক সম্পাদক শ্রাবন্তী মায়া, যুগ্ম সাধারণ সম্পাদক রুদ্র বিশ্বাস, সদস্য সামসুল আলম,খুদে ডান্সার সুপ্ত নীড়। ইছামতি থিয়েটারের বর্ষা বিশ্বাস সৃষ্টি, অনুরাজ চন্দ্র দাশ,মোঃ আরমান,মোঃ হেলাল,মোঃ সোহেল রানা,নাবিলা পারভীন শিল্পী, মোছাঃ রিন্টু, সাথিয়া থিয়েটারের সদস্য মুনসুর রহমান তানসেন, মোঃ ইউনুস আলী প্রমূখ।
আঞ্চলিক সম্মেলন সহযোগিতায় ছিল বাংলাদেশ গ্রাম থিয়েটার এর সদস্য সংগঠন চিকনাই থিয়েটার,ইছামতি থিয়েটার, সতীর্থ থিয়েটার ও সাথিয়া থিয়েটার।