নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অনাকাঙ্ক্ষিত ঘটনায় গুরুতর আহত শিক্ষার্থীরা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
মুঠোফোনে খবর পেয়ে তাৎক্ষণিক হাসপাতালে ছুটে যান এবং তাদের সকলের শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন ও দ্রুত সুস্থতা কামনা করেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার।
ডাবলু সরকার তিনি হাসপাতালে গতকাল শনিবার রাত ৯ থেকে রাত ১ টা পযন্ত তিনি উপস্থিত ছিলেন।রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গুরুতর আহত শিক্ষার্থীদের রামেক হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করা হয়।প্রতিটি ওয়ার্ডে নিজে যেয়ে শিক্ষার্থীদের শারীরিক অবস্থার খোঁজ-খবর নিয়ে থাকেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সদস্য আশরাফ উদ্দিন খান, ইসমাইল হোসেন, রাজশাহী মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি ডাঃ মনন কান্তি দাস সহ নেতৃবৃন্দ।