গাজীপুর প্রতিনিধি: গাজীপুর -৩ আসনের মনোনীত সতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য ইকবাল হোসেন সবুজ ট্রাক মার্কা প্রতীক পাওয়ার পর আনুষ্ঠানিক ভাবে প্রচার-প্রচারনা শুরু করেন। মঙ্গলবার সকালে প্রথমে বাবা মায়ের কবর জিয়ারতের মধ্যে দিয়ে এ প্রচার-প্রচারনা কাওরাইদের লাল পুকুর এলাকা থেকে শুরু করে বিভিন্ন এলাকা ঘুরে নান্দিয়াসাঙ্গুন ভেকুমার্কেট গিয়ে শেষ করেন। এ সময় জনসংযোগে বিভিন্ন এলাকায় ঘুরে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে তার প্রতীক ট্রাক মার্কায় ভোট চান।
জনসংযোগে তার সফরসঙ্গী হিসেবে উপজেলা আওয়ামিলীগ সভাপতি হুমায়ুন কবির হিমুসহ -৩ আসনের অনেক নেতাকর্মী অংশগ্রহণ করেন।