মোঃ সাহাজুদ্দিন সরকার, স্টাফ রিপোর্টার।২৫ শে মে সামনে রেখে গাজীপুর মহানগর কাশিমপুর মেট্রো থানার অধিনস্থ ৬ নং ওয়ার্ডের,বর্তমান সফল কাউন্সিলর কাশিমপুর থানা আওয়ামীলীগ এর সাধারন সম্পাদক গরীবের বন্ধু নিপীড়িত জনতার আস্থার- প্রতিক,আলহাজ্ব মীর মোঃ আসাদুজ্জামান(তুলা) কে,
পুনরায় কাউন্সিলর হিসাবে পেতে এলাকবাসীর ব্যাপক আলোচনা।চায়ের দোকানে বা বিভিন্ন ঘাটে মাঠে শিশু-থেকে সকল স্তরের বয়সী লোকের মুখে-মুখরিত আলোচনা করছেন এবং কি আমজনতা সহ-এলাকার জনগণ।
সকলে একবাক্যে বলেন আমরা আসাদুজ্জামান তুলা কে পুনরায় , কাউন্সিলর হিসাবে পেতে চাই।বিনা প্রতিদন্ধীতায় পেতে চাই,অনেকেই বলেন।
আমাদের সুখে-দুঃখে আসাদুজ্জামান তুলা কে পেয়েছি,৬নং ওয়ার্ডে কাউন্সিলর হিসাবে নয়। উন্নয়নের রুপকার যাদুগর হিসেবে পেয়েছি। তাই আমরা বলি তার কোন কোন বিকল্প নাই।তার অবদান আছে মসজিদ,মাদ্রাসা, মন্দীর,বিভিন্ন ধর্ম প্রতিষ্ঠানে তার অবদানের অন্ত নেই,দুস্থ অসুস্থ-রুগী, প্রতিবন্ধী, ভূমিহীন, বিধবা, বয়স্ক,বেকার সমাজ,গৃহহীন, কন্যাদায়-গ্রস্ত, এলাকার শিশুদের খেলার সামগ্রী ইত্যাদি।
নির্যাতীত নিপীড়িত জনতা,তার কাছে নেই কোনো ধনী গরীবের বৈশম্য,আমরা এমন ব্যাক্তিকে কাছে পেয়েও হারাতে চাইনা। যে বসন্তের ফুল হয়ে কাছে আসতে চায় তাকে আমরা বয়কট করবো, সন্ত্রাসবাহিনী, আন্তর্জাতিক চিংটার,চাটুকার, মাতাল,দুশ্চরিত্র,দালাল,
বাটপারের দল এলাকার উন্নয়নে কাজের বাঁধাগ্রস্ত করতে মরিয়া হয়ে উঠেপড়ে লেগে থাকে চাঁদাবাজির দল।আমরা চাই এলাকার উন্নয়ন আর উন্নয়ন পেতে হলে আমাদের কাউন্সিলর হিসেবে প্রয়োজন মীর আসাদুজ্জামান তুলা কে। এসময় জনগনের উদ্দেশ্য করে আসাদুজ্জামান তুলা বলেন। আসুন দেশের উন্নয়ন চাই, মহানগরের ৬ নং ওয়ার্ডের উন্নয়ন চাই,প্রিয় এলাকবাসী আমি আপনাদেরই সন্তান মীর আসাদুজ্জামান তুলা,জানিনা আপনাদের বিশ্বাস আস্থা ভালবাসার প্রতিদান কতটুকু দিতে পেরেছি বা পারবো,আমি সবসময় আমার দৃষ্টিকে সর্বজনীন পর্যায়ে রাখার চেষ্টা করি, আমি আলোতে মুগ্ধ তুষ্ট-
নই তুষ্ট আলোর উৎস সুর্যে।
আমি কাউন্সিলর হয়ে কি কাজ করেছি বা করেনি সেটা আপনারাই ভালো জানেন,তবে আমার সময়টা খারাপ গেছে। কাজ করার উপযোগী সময় পেয়েছি মাত্র ১/২ বছর। বাকি সময় করোনার প্রার্দুরভাব মহামারী পরিস্তিতে শুধু আমার ওয়ার্ড নয়,সারাবিশ্ব অচল ছিলো,আমার চেষ্টার ত্রুটি ছিলোনা জনগনের দুঃখে আমি পাশে দাঁড়িয়েছি,নিরন্ন উপবাসী,বস্ত্রহীন এবং অসুস্থ ব্যাক্তিদের পাশে আমি সবসময় ছিলাম আছি, থাকবো- আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ কৃপায়।
আমি যদি যোগ্যপ্রার্থী হয়ে থাকি,আমি যদি জনগনের সেবক হয়ে থাকি, আমি যদি আপনাদের সেবায় কার্পনতা করে থাকি, তাহলে আমাকে আরেকটিবার সুযোগ-করে দিন যে সমস্ত কাজ অসমাপ্ত হয়ে গেছে হয়ে আছে সেগুলা সমাপ্ত করতে পারি। আমি ৬নং ওয়ার্ডকে- আঁধুনিকতায় সাজিয়ে দিব, ডিজিটাল বাংলার রুপকার বঙ্গবন্ধু কন্যা জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ম আমার গ্রাম আমার শহর বাস্তবায়নে নিরালস পরিশ্রম করে শহরের সুবিধা অত্র গ্রামে পৌছে দিব ইনশাআল্লাহ,আমার রাজনৈতিক অভিভাবক গাজীপুর জেলা আওয়ামীলীগ এর
সভাপতি,বাংলাদেশ সরকারের মাননীয় মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এম পি /গাজীপুর মহানগর এর আওয়ামী লীগের সভাপতিঃ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ্যাডঃ আজমত উল্লাহ খান-জননেতা উনাদের দিকনির্দেশনায় এবং তাদেরই সহযোগীতায় উন্নয়নের রোল মডেলে পরিনত করবো ইনশাআল্লাহ,অত্র ওয়ার্ডে একটিও কাঁচারোড রাখবোনা অলিগলিতে- ইনশাআল্লাহ,মসজিদ মাদ্রাসা মন্দীর শিক্ষা প্রতিষ্ঠান একটিও কাঁচা থাকবেনা ইনশাআল্লাহ।
মিথ্যা প্ররচনায় ভুলবেন- না আপনারা,কালো টাকার কাছে বিবেক বিক্রি করবেন না,শ্রমিক অধ্যাসিত এই এলাকা এখানে দালাল চাটুকার বাটপারের স্থান-দেবেন না,মা বোনেরা নির্বিঘ্নে ঘরে ফিরবে,আপনারই বলুন একজন গার্মেন্টস শ্রমিক বিগতদিনে,তার পরিশ্রমের ফসল সারা মাসের সেলারী তুলে বাসায় ফেরার আগেই দুষ্কৃতকারীরা ছিনিয়ে নিত এখন কি সেটা আছে। দেশের বিভিন্ন জেলা থেকে আগত ভাই বোনেরা আমাদের গ্রামে আমাদের ওয়ার্ডে এসে জিবীকা নির্বাহ করে, আমরা বাসা ভাড়াদিয়ে মহাসুখে আছি।
তাদের দেখার দায়িত্ব কাদের, আমাদের নৈতিক দায়িত্ব,উদাহরণ দিয়ে কথা বলবো না, কথা নয় কাজ কাজই আমার প্রমাণ,তাছাড়া আমার চলার পথে বিচার সালিসে মনের অজান্তে যদি কোনো প্রকার আমি আপনাদের কষ্ট-দায়ক কোন কথা বলছি,সে কথায় ব্যাথা পেয়ে থাকেন তাহলে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন।
আমি তো মানুষ ভুলত্রুটি তো মানুষেরি হয়।আমার রাজনৈতিক বিষয় নিয়ে এবং সার্বিক বিষয়ে যদি কারো কোনো অভিযোগ অনুযোগ বা পরামর্শ থাকে,তাহলে আপনারা আমাকে নির্দ্বিধায় নিঃসঙ্কোচে নির্ভয়ে-বলতে পারেন,আমি তা আমার সাধ্যমত সমাধানের চেষ্টা করেবো ইনশাআল্লাহ। আপনাদের জন্য আমার হৃদয়ের জানালা ও বাড়ির দরজা চব্বিশ ঘন্টা খোলা আছে ইনশাআল্লাহ।
আসুন দেশ ও এলেকার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি,ক্ষমতার বড়াই না করে মানুষের কল্যানে কাজ করি।
দলমত নির্বিশেষে এলাকার উন্নয়নের চিন্তা চেতনায় কাজ করি। প্রতারকদের থেকে দূরে থাকি,প্রতিবেশীদের প্রতি খেয়ালকরি সাধ্য অনুযায়ী- সাহায্য প্রদানকরি।