আলিফ আরিফা গাজীপুর প্রতিনিধিঃবৃহস্পতিবার দুপুরে গাজীপুর মহানগরের মারিয়ালী এলাকায় জেলা রেজিষ্টার ভবন প্রাঙ্গনে ভাওয়াল বীর শহীদ আহসান উল্লাহ মাষ্টার এমপি’র ৭৩ তম জন্মদিন পালন করা হয়েছে।
জানা যায়, গাজীপুর সদর দলিল লেখক ও ভেন্ডার কল্যান সমিতির আয়োজনে আহসান উল্লাহ মাষ্টারের জন্মদিন উপলক্ষে উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে।
সমিতির সভাপতি মোঃ মজিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্মৃতিচারণ মূলক বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি। এতে সমিতির যুগ্ম- সাধারন সম্পাদক সফিকুল ইসলামের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন, মহানগর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আতাউল্লাহ মন্ডল, নেতা আব্দুল হাদী শামীম, মহানগর যুবলীগের সভাপতি সঞ্জিব কুমার মল্লিক, ২৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সদস্য সচিব ফরহাদ হোসেন, আওমীলীগ নেতা ফজলুুল হক, রফিকুল ইসলাম, শ্রমিকলীগের কবির হোসেন প্রমূখ। বক্তারা বীর মুক্তিযোদ্ধা শহীদ আহসান উল্লাহ মাষ্টারের কর্মময় জীবনের বিভিন্ন স্মৃতি তুলে ধরে বক্তব্য রাখেন।
##