আলিফ আরিফা গাজীপুর প্রতিনিধি:গাজীপুরে পুলিশ নারী কল্যাণ সমিতি(পুনাক) এর উদ্যােগে অসহায়, দুস্থ ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে গাজীপুর মহানগরের পুলিশ লাইন্সে শতাধিক দুস্থ পরিবারের মাঝে কম্বল ও খাদ্য সামগ্রী বিতরণ করেন পুনাক গাজীপুর এর সভানেত্রী জিনিয়া ফারজানা। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল, চাল, ডাল, লবন, তেল, চিনি, আলু পিঁয়াজ ইত্যাদি।
এসময় দুস্থদের মাঝে নগদ অর্থও প্রদান করা হয়। পুনাক সভানেত্রী জিনিয়া ফারজানার সভাপতিত্বে খাদ্য সামগ্রী ও কম্বল বিতরণী-২০২৪ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-গাজীপুরের পুলিশ সুপার কাজী শফিকুল আলম বিপিএম।
এসময় পুনাকের অন্যান্য সদস্যসহ জেলা পুলিশের কর্মকর্তারা খাদ্য সামগ্রী ও কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।