তেঁতুলিয়ায় গাঁজা কিনে ফেরার পথে স্থানীয়দের হাতে আটক হন এক যুবক। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন। আজ শুক্রবার সকাল ১১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে রাব্বী ও উপজেলা কমিশনার ভূমি মাহাবুবুল হাসান কারাদণ্ডের এই আদেশ দেন।
আটক যুবক হলেন শহিদুল ইসলাম (৩০), পিতা- আনিছুর রহমান, গ্রাম- ভাদ্রুবাড়ী, তেঁতুলিয়া, পঞ্চগড়
পুলিশ সূত্রে জানা গেছে, তেঁতুলিয়া উপজেলার ৩নং তেঁতুলিয়া ইউনিয়নের চৌরাস্তা বাজারের পাশের এলাকা থেকে মাদক সেবনকারী শহিদুল ইসলাম গাঁজা কেনেন এক মাদক ব্যবসায়ীর কাজ থেকে গাঁজা কিনে ফেরার পথে স্থানীয়দের সন্দেহ হলে তাঁকে জিজ্ঞাসা করা হয়।
এ সময় জিজ্ঞেসাবাদের এক পর্যায়ে তিনি গাঁজা কিনার কথা স্বীকার করে পরে স্থানীয়রা আটক করে পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে খবর দেয়। পরে ভ্রাম্যমাণ আদালত গাঁজা সেবনকারী একজনকে ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়।
তেঁতুলিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি জনাব মাহাবুবুল হাসান বলেন, ভ্রাম্যমাণ আদালতে সাজা দেয়া ব্যক্তির পরিবারের কথা চিন্তা করে তাঁর পরিবারের সদস্যদের কাছে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়েছে। এবং পরবর্তীতে তাদের আরো কিছুর প্রয়োজন হলে আমরা তাঁর পরিবারের পাশে থাকবো।
তেঁতুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজয় কুমার রায় বলেন, গাঁজা কিনে ফেরার পথে এজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত ছয় মাসের কারাদণ্ড দিলে তাঁকে কারাগারে পাঠানো হয়।