নিজস্ব প্রতিবেদক: খুলনা সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র তালুকদার আব্দুল খালেক ও বরিশাল সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত-কে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও আসন্ন ২১ জুন রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত ও ১৪ দল সমর্থিত মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন।
সোমবার রাতে এক অভিনন্দন বার্তায় এই অভিনন্দন জানান তিনি। রাজশাহী উন্নয়নের নগরপিতা এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন। জনগণ উন্নয়নের সাথে আছে সেটি আবারো প্রমাণিত হয়েছে খুলনা ও বরিশালের জনগণ উন্নয়নের প্রতীক নৌকার মাঝিদের বিপুল ভোটে বিজয়ী করেছেন।
খুলনা সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র তালুকদার আব্দুল খালেক ও বরিশাল সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকনকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।